তোমাকেই দেখেই এবুকে শিহরন জেগেছিল
থরথর করে কেপেছিল বুক।
একটু কাছে এলে তুমিও শুনতে পেতে
বুকের ধুকধুকানী।
কেন যে এমন হয় ভাবতে পারিনা কিছুতেই
কেবলী মনে হয় তুমি চলে যাও দুরে বহু দুরে।
তোমাকে হারাবার ভয় কেনো এমনে লাগে
কিছুতেই ভাবতে পারি না।
অনেকদিন তোমার সাথে মন খুলে
কথা বলতে পারি না।
কেন যে মনে হয় চলে গেছো বহু দুরে
তোমাকে হারানোর ব্যাথা মৃত্যুর যন্ত্রনা সম
দোহাই তোমার প্রিয়তমা চলে যেওনা
মৃত্যের গহবরে আমাকে রেখে,
ফিরে এসো প্রিয়তমা চলে যেওনা
আমায় নিঃস্ব করে।
তোমাকে ভাবতে দুচোখে ভরে যায় জলে
কেনো মিথ্যা ভালোবাসা দিলে।
আমার এমন কেড়ে নিলে।
তবে তুমি কি? সুখি হতে পারবে
আমাকে দুঃখ দিয়ে এহৃদয় ভেঙ্গে।
তবে সুখে থাকো দোয়া করি
আমি হয়তো কাঁদবো কোন নিঃস্ব অরণ্য।
যেখানে ভালোবাসা নেই, নেই কোন প্রতারণা
সে খানে আমি রবো শুধু তোমারী অপেক্ষায়।