পরম বন্ধু গাছ –মোঃ রুহুল আমিন
এম.এ.মান্নান.মান্না
-
Update Time :
বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪
-
৬২
Time View
জীবন রক্ষায় পরম বন্ধু
নির্মল রাখে.. মন,
বাঁচার জন্য আশ্রয় মোদের
আজ অরণ্য বন।
জাতির স্বার্থে ব্যক্তির স্বার্থে
গাছের রোপণ চাই,
সুস্থ সুন্দর সমাজ গড়তে
বিকল্প যে…… নাই।
বৃক্ষ মোদের বাঁচার জন্য
ছায়া স্বরূপ… রয়,
কঠিন বিপদ আপদ থেকে
কাটায় সকল ভয়।
জীবন রক্ষায় রোগ নিরাময়
ঔষধ করে দান,
বৃক্ষ ভূমি যে ভারসাম্যয়
খুবই…. মূল্য’বান।
বিষাক্ত গ্যাস আমরা ছাড়ি
শোষণ করে… নেয়,
বিশুদ্ধ ওই বাতাস জীবন
বাঁচার জন্য…. দেয়।
রূপের শোভন নিকুঞ্জবন
রক্ষা করতে চাই,
সুশীতল ও মনোরম বায়ু
বৃক্ষের থেকে পাই।
সবুজ শ্যামল ওই সমারোহ
বৃক্ষের নিধন নয়,
ফলজ বনজ বৃক্ষ রোপণ
সুখের পরশ ময়।
গাছের কর্তন ধ্বংসলীলার
করতে হবে…রোধ,
পরম বন্ধু গাছের ঋণটা
নয়তো হবার শোধ।
Please Share This Post in Your Social Media
More News Of This Category