তোমাকে বুঝতে গিয়ে
আমি ফিরে গেছি পেছনে বহুবার,
জানতে চেয়ে ব্যর্থ হয়েছে
আমার ভবিষ্যৎ চিন্তা বারংবার।
কতোকাল ধরে ভেবেছি
কেনো এই অহেতুক বেচেঁ থাকা,
কতোবার বিশ্লেষন করেছি
দেখেছি বাস্তবে সবটাই ফাঁকা।
তুমি দিনকে রাত করতে মগ্ন
আমি জাগতিক ঘোরে আছন্ন,
কি এক গোলমেলে সংখ্যার ভুবন
মিলে না পুরোপুরি গনিতের জীবন।
রাখতে পারিনি ধরে তোমায়
যার অস্তিত্ব কেবলই ঘড়ির কাঁটায়,
ভাবি কি হবে অতো প্রতিযোগিতায়?
সময় তুমি সত্যি বড্ড কঠিন দ্রুতলয়।
আকাশ পরিবর্তনে রাত বিরাতে
জোয়ার ভাটা কিংবা অমাবস্যা পূর্নিমাতে,
স্নিগ্ধতা খরতাপ গোধূলি তারাভরা রাতে
আমি পারিনা তোমাকে একটু ছুয়ে দেখতে।।