1. admin@mannanpresstv.com : admin :
কবি ও ছড়াকার তৌহিদুল ইসলাম কনকের জন্মদিন পালন - মান্নান প্রেস টিভি
মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ১০:২০ অপরাহ্ন

কবি ও ছড়াকার তৌহিদুল ইসলাম কনকের জন্মদিন পালন

এম.এ.মান্নান.মান্না
  • Update Time : বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০২৩
  • ১১৪ Time View
এম.এ.মান্নান.মান্না : কবি ও ছড়াকার তৌহিদুল ইসলাম কনকের জন্মদিন উপলক্ষে লেখক উন্নয়ন কেন্দ্র আয়োজন করে ২৬ জুলাই ২০২৩ বুধবার সন্ধ্যা ছয়টায় শ্রাবণের লেখক সন্ধ্যা। প্রধান অতিথি ছিলেন অবি সংসদ বাংলাদেশের সভাপতি কবিও মিডিয়া ব্যক্তিত্ব রাজু আলীম।
উদ্বোধন করেন জাগ্রতর সাহিত্য পরিষদের সভাপতি মহানায়ক শিহাব রিফাত আলম। কনক সাহিত্য সাময়িকীর মোরক উম্মেচন করেন কবি ইমরোজ সোহেল। বিশেষ অতিথি ছিলেন কবি আরিফ মঈনুদ্দিন, কবি ও সাংবাদিক অশোক ধর, অধ্যক্ষ মোহাম্মদ আলী চৌধুরী মানিক, আমিনুল রানা, গাংচিলের কেন্দ্রীয় সভাপতি কবি খান আখতার হোসেন, কবি আসাদ কাজল, কবি ফাতেমা হক, কথা সাহিত্যিক কাপ্তান নুর, কবি এম আর মঞ্জু, কবিতা পাঠ করেন কবি সেলিম খান, আবৃত্তিকার রূপালী বড়ুয়া, কবি হাফসা আলম, কথা সাহিত্যিক হালিমা বেগম, কবি নিক্সন হালদার, কবি বাপ্পি সাহা, কবি শিপন হোসেন মানব, কবি ইকবাল হোসেন, কথা সাহিত্যিক আহমেদ মনির, কবি মাতবর রফিক, ছড়াকার গোলাম নবী পান্না, আব্দুল গনি ভূঁইয়া, কবি ইলোরা সোমা, ফারহানা তুলি,
অনুষ্ঠান পরিচালনায় উপস্থাপনায় কবি নাহিদা সোলতানা নিপা, কবি মরিয়ম সাথী, কবি তৈবুন নাহার, কবি রাজিয়া সুলতানা, কবি মামুনুর রশিদ , কবি মঞ্জু খন্দকার, কবি শারমিন আক্তার, অভিনেতা এবিএম বাদল, ফুলেল শুভেচ্ছা জানান সকলের সাথে সাংবাদিক নাজমুল হাসান মিলন, ফরহাদ হোসেন, সাংবাদিক লিজা, সভাপতিত্ব করে জাতীয় মানবাধিকার সোসাইটির চেয়ারম্যান মু, নজরুল ইসলাম তামিজী। বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ কনফারেন্স হলে ঢাকার তোপখানা রোডে অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories

© All rights reserved © 2022 mannanpresstv.com
Theme Customized BY WooHostBD