এতো সুন্দর করে তাকিয়ে আছো,
যেনো জীবন্ত ভালবাসার অবিচ্ছেদ অংশ।
ইচ্ছে করছে তোমার পলকহীন চোখের দৃষ্টিকোণে
আমার ক্ষুধার্ত চোখের ভালবাসার স্পর্শ মেখে দিতে।
দীগল কালো কুন্তল তোমার
সবিতা আলোর মধুমাখা ভালবাসা।
কোর্তা গতরে শ্রীমতি তুমি
অপরুপ অনন্ত রুপসী,
রুপের মহিয়সী অপরুপ রুপমী।
কর্ন দুটি ভালোবাসার জাদু স্পর্শে
প্রেমের অবিরাম সিড়ি,
মায়াবী আকর্ষণে অপ্লুত করে সবিস্তারে।
কপোল দুটি নিরন্তর প্রেমের জীবন্ত ছবি,
অফুরন্ত চাওয়া পাওয়ার দৃষ্টি
স্বর্গীয় সাদ-অনন্ত তৃপ্তি।
জানা অজানার দোদুল্যমান আশা আখাংকা, ভালবাসার রঙিন স্পর্শে
পবিত্রতার নিঃশ্বাস নীড়ের ঐক্যতান।
পবিত্র মনে একনিষ্ঠ আপ্লুত গহীনে
শুভ্রতার হাতছানি তোমার,
গোলাপের মাধুর্য্য ভালবাসার পিঞ্জর
বাস্তবতার সোনালী সুগন্ধি
সত্যিই অবারিত অবিনাশী।
(কবিতা নকল করা দন্ডিত অপরাধ )
সম্পূর্ণ বাস্তব ঘটনা নিয়ে লেখা কবিতা।