আমার নীল আকাশ জুড়ে তুমি আছো,
আমার শুভ্র মেঘের উঠোনে তোমার পদচারণা বারোমাস।
দখিনা হাওয়ার হিল্লোলে পত্র-পল্লবের শাখায় শাখায় তুমি আছো
নব প্রভাতের শিশির ঝরানো শিউলি ফুলের সৌরভে তুমি আছো
রৌদ্রস্নাত সকালটাতে পাখির কলকাকলিতে তুমি আছো
শরৎ প্রভাতে কাশফুলের নরম ছোঁয়ায়
সবুজ ঘাসের অালতো মায়ায় তুমি আছো।
হংসবলাকার ডানায় রুপালি নদীর বসনে
ঝিকিমিকি আলোয় তুমি আছো।
জ্যোৎস্নাস্নাত রাতে পূরবী রাগের সুরে
আমার তানপুরার ঝঙ্কারে তুমি আছো।
মাছরাঙ্গা পাখির মায়াবী ঠোঁটের ঝলমলে চিবুকে তুমি আছো।
নীলাম্বরী শাড়ির আঁচলে তুমি আছো
কেতকির বনছায়ায় সুরভির স্বপ্ন মায়ায় তুমি আছো
সবুজ ঘাসের শিশিরে নগ্ন পায়ের ছোঁয়ায় তুমি আছো
শঙ্খচিলের পাখায় পৌষের সকালে
কোনো এক অনাহত অতিথি পাখির ডানায় তুমি আছো।
শরৎ প্রভাতে নব প্রস্ফুটিত পুষ্পমঞ্জরির শাখায় শাখায় তুমি আছো
হিমেল হাওয়ার পরশে প্রিয়তমার ভালোবাসার আবেশে তুমি আছো
তুমি আছো তুমি থাকবে হৃদয় জুড়ে;
তোমারই নাম জপি শত সহস্র রজনী ভোরে।