ধর্ম যার যার উৎসব সবার
নাস্তিকতার পূর্ববাস
এমন যুক্তি যারাদেয় তাদের
দেওয়া উচিৎ বাঁশ।
পুজা পর্ব ভিন্ন ধর্মের উৎসব
মুসল মানের নয়
ত্যাগের ঈদে ভিন্ন ধর্মিরা কি
গরু কোরবানি দেয়?
আসলে ধর্ম যার উৎসব তার
এটাই ধর্মমতে কয়
জাতীয় উৎসব সবার জন্য
মোটেও মিথ্যা নয়।
বিজয় দিবস স্বধীনতা দিবস
আরো বৈশাখি মেলা
এক দেশের সাথে অন্য দেশের
চলবে যখন খেলা।
কোন ধর্মকে আমরা কখনো
করিনা মোটেও গৃনা
তাদের ধর্ম করতে পালন
করিনাত কাভু মানা।
যার যার ধর্ম তাঁর তাঁর আনন্দ
এইটাই ধর্মে কয়
নিজধর্ম মেনে চললে সবাই
বিশ্ব হবে শান্তিময়।
তোমরা বিশ্বজুড়ে হায়না সেজে
মুসলমান করছ নিধন
মুসমান তোমাদে হামলা করেছে
দিতেপারবে কি প্রমান?
ভারত, বার্মা, চিন,জেরু জালেম
বিশ্বে কতনা দেশ
মুসল মানের রক্তে হাত রাঙ্গিয়ে
করছে তারা উল্লাস।
শান্তির বানি কোরআনমজিদ
সবাই জদি মানি
বিশ্বথেকে হারিয়ে যাবে রক্তক্ষয়ী
সকল হানাহানি।