বহু পথ মাড়িয়েছি
বহু ঘাটে নেমেছি
বহু জনের সাথে হয়েছে পরিচয়
হয়েছে ভালো মন্দ কথা অনেক।
আছে সবাই উন্নত
হতে কোনো না কোনো দিক
আবার পেয়েছি এরই মাঝে খুঁজে
কারো কারো কিছুটা অনুন্নত দিক
এটাই যে বিধাতার লীলা।
গড়েছেন সৃষ্টিকর্তা আপন মহিমায় সবকিছু
যাহা নিয়ে নেই সুযোগ প্রশ্ন করার
কারন সবদিক দিয়ে নই কেউ সেরা
আবার নই কেউ আছে খারাপ।
দেখতে যদি চাই নিখুঁত ভাবে
দেখবো তবে সবার মাঝেই আছে গুন
কোনো না কোনো দিক দিয়ে সে ভালোর সেরা
আবার কোনো না কোনো দিক দিয়ে মন্দের সেরা
এরই মাঝে দেখবো আবার কেউ আছে মাঝামাঝি।
তাই পারিনা আমরা করতে তুলনা
এ ভালো ও মন্দ
কারণ গুণগুলো কম-বেশ আছে সবার মাঝে
এ সবই যে সৃষ্টিধরের লীলা।
তাই কেউ নয় কারো থেকে হেলা
হচ্ছে যে যার, নিজেই নিজের তুলনা
ইচ্ছে করলেই পারবেনা হতে কেউ কারো মতো।