যখন বৃষ্টি হয় কবিতার শব্দগুলো ,
অশ্রুমুক্তোর মত কেবলই নীরবে ঝরে পড়ে,
খেরো খাতার পাতায় ,কত অজানা পথের দ্বারে,
এক একটি শব্দ প্রেম হয় গহীন আকাঙ্খায়
ঝরা পাতার মতন নিস্তব্ধ অবুঝ সন্ধ্যায়।
কেনো তুমি কাঁদো নিরুপমা নীরব নিশ্চুপে
মেতো ওঠো অনন্ত প্রেমের বিক্ষোভে ,
সে পথে তুমি নও কেবলই একাকী
কত মন ভাঙ্গা পথিক রয়েছে ,নাও ডাকি।
বৃষ্টির বুকে আর নয় শুধু কান্নার স্রোত
জুঁই ,চামেলি ,কদমের ঘ্রানে আনো আলোর দূত,
কত চোখের জল নীরব নিভৃতে অবহেলায়
পায় না খুঁজে ঠাঁই জীবন কবিতার দ্বন্ধ খেলায়।
অশ্রুজল হয়ে উঠুক প্রবল উত্তাপ আগুন
জীবন ভরে যাক নতুন পল্লবে রঙিন ফাগুন।