সে তোমার অতীত,
সেই থেকে অতীতকে দেখে তুমি ভয় পাও,
ভয়ে কাঁপো,
এই পাহাড়, এই নদী,এ আকাশ,ঐ সমুদ্র,
একথা জানে,
ভয়টা কোথায়,ভয় কেন, ভয় ঠিক কোন্ খানে,
অথচ,পুরুষটি বরাবর অতীতমুখী,
কলেজ ক্যাম্পাস, দ্বারভাঙগা বিল্ডিং,রাখালদার ক্যান্টিন,সেসব কথা জানে,
সেদিন প্রেম ছিল, প্রতিজ্ঞা ছিল,
অতঃপর বিপ্লবী বাতাসের মতো অন্য ঢেউ এসে
তোমাকে নিয়ে গেল,
সেদিন পাতা ঝরার কান্না কেউ শোনেনি,
ফেলে আসা পথে তখন দীর্ঘশ্বাস,
নীরব চোখের জল,
এত কান্না কোথায় রাখি বল্,
সে অতীতকে ভয় পায়, অন্যজন অতীত নিয়ে বাঁচে,
রাতের কান্না দূর আকাশের তারা হয়ে কাঁদে,
কখনো পড়ো না,এমন প্রেমের ফাঁদে।