ষোল বছর দেখিয়েছো বর্বরতা
হারিয়ে ফেলেছিলে তোমরা মানবতা
ছিলোনা তোমাদের এতোটুকু সততা
আজো কেন করছো তোমরা কুটিলতা?
শাসনের সাথে ছিল শুধুই শোষণ
ভালবেসেছো তোমরা করতে তোষণ
কাউকে ভাবোনি মানুষ একটি ক্ষণ
কেড়ে নিয়েছো তোমরা হাজারো জীবন।
পরহস্ত ধন করেছিলে হরণ
ভাবনি একটিবার আসবে পতন
নিপীড়িত জনগণ করেছে সহন
অন্তরে অবিরাম হয়েছে দহন।
দহনে দহনে সৃজন হয়েছে দ্রোহ
তাই ছাত্র জনতা করে বিদ্রোহ
ছত্রিশে জুলাই মিটে গেলো বিবাদ
পালিয়ে গেলো আজ দেশের ফ্যাসিবাদ।
কোটি কোটি জনতার মিটে গেল আশ
স্বস্তিতে নিল তারা শ্বাস-প্রশ্বাস
দেশটাকে গড়তে হবে নতুন করে
স্বাধীনতা পৌঁছাতে হবে ঘরে ঘরে।