হাসনাবাদের কৃতী সন্তান
যার কোনো জুড়ি নাই ,
স্বনামধন্য চেয়ারম্যান
তাকে সালাম জানাই ।
জনগণের ভালো ও মন্দ
তার উপরেই ন্যস্ত ,
সমাজের সে মেটায় যে আছে যত দ্বন্ধ
সব সময় থাকে সে মানব কল্যানে ব্যস্ত ।
মোবারক হোসেন নামে
সম্মানিত পিতা তার ,
যুক্ত থাকতেন ভালো কাজে
শান্তি প্রিয় পরিবার ।
সেফালী বেগম তাহার
প্রিয় মা জননী ,
মমতাময়ী মা ছিলো তার
মনে পড়ে দিন রজনী ।
গ্রামের নাম আলীনকীপুর
ডাকঘর হাসনাবাদ,
গ্রামটি সুন্দরে ভরপুর
সর্বত্র আছে সুনাম ।
জাতি ধর্ম নির্বিশেষে তিনি
সকলকে সে ভালোবাসে ,
মানেন না কোনো ছিনি মিনি
অতি সুক্ষ্ম জ্ঞান তার আছে ।
এমন চেয়ারম্যান পেয়ে মোরা
ইউনিয়নবাসী ধন্য ,
সবে তার গুণগান গেয়ে
দোয়া করে তার জন্য ।
বড়দের সম্মান করেন
ছোটদের করে স্নেহ ,
দুস্থ্য দের জড়িয়ে ধরেন
তার তুল্য নাই কেহ ।
একাধিকবার নির্বাচিত
সফল চেয়ারম্যান ,
কখনো হয়নি পরাজিত
করেন জনকল্যাণ ।
আবারও তাকে বিপুল ভোটে
বিজয়ী করে আনবো ,
মনের বলে সুফল জোটে
এ কথা সত্যি মানবো ।
গরীব দুঃখীর বন্ধু তিনি
অন্যায় কারীর যম ,
ন্যায়ের পক্ষে সর্বদা যিনি
সচেতন হরদম ।
কোথায়ও কারো মৃত্যু হলে
খবর শোনার সাথে ,
অমনি তিনি আসেন চলে
যোগ দেন জানাজাতে ।
সর্বদা থাকেন উপস্থিত
মানুষের উপকারে, ,
গায় সদা একতার গীত
মুগ্ধ সবে ব্যবহারে ।
নির্ভীক চিত্তের অধিকারী
মহান চেয়ারম্যান ,
কোনো দুর্নাম নাই তারই
এটা জ্বলন্ত প্রমাণ ।
যখন-তখন ফোন দিলে
দেরি হয়না আসতে ,
এমন লোক কোথায় মিলে
পারিনা আমি ভাবতে ।
জনগণের খেদমতে সে
সময় করেন পার ,
সকলের খোঁজ খবর নে
অমায়িক ব্যবহার ।
এমন ভালো চেয়ারম্যান
বার বার দরকার ,
অন্যদের করে প্রত্যাখ্যান
সম্মান রাখবো তার ।
দল ও মতের উর্ধ্বে উঠে
জয় ছিনিয়ে আনবো ,
জুলুমবাজের মাথা কুটে
শক্ত আঘাত হানবো ।
আবাল বৃদ্ধ বনিতা মিলে
পুনরায় দেবো ভোট ,
পণ করেছি নরম দিলে
সেজন্য বেধেছি জোট ।
চেয়ারম্যানের সু কর্মকাণ্ড
বিফলে যেতে দেবোনা ,
যাহারা শয়তানের ভাণ্ড
তাদের মেনে নেবো না ।
এম.এ.মান্নান.মান্না ক্ষুদ্র জ্ঞানে
চেয়ারম্যানের পক্ষে ,
জয় চায় তার মনে প্রাণে
জনকল্যাণের লক্ষ্যে ।
গাই আমি তার জয়গান
কর্মের মূল্য বোঝেন ,
অকুতোভয় চেয়ারম্যান
প্রিয় কামাল হোসেন ।
মানব কল্যানে সদা যার
কেঁদে ওঠে মন প্রাণ ,
হাসনাবাদের অহংকার
শ্রদ্ধেয় চেয়ারম্যান ।