সোনার ফসল উঠবে ঘরে।
অনেক আশা মনে।
ভেঙ্গেছে বাঁধ ঢুকছে পানি
অশ্রূ চোখের কোণে।
অঝোর স্রোতে আসছে পানি
ধানের ক্ষেতে ডুবে।
চোখের জলে ভাসিয়ে বুক
কষ্টের মাঝে সবে ।
মেলেনা চোখে ঘরের চিহ্ণ
কাটছে দিনটা ক্ষোভে,
দুখের কথা খোদার কাছে।
আছি যে অন্ন লোভে।
পানির নিচে তলিয়ে গেছে।
বসত ঘর আর বাড়ি।
সন্তান গনে খিদের জন্য
করছে যতো আড়ি ।
পশু প্রানি যাচ্ছে ভেসে।
মরণ নিয়ে সাথে।
দেখলে তবে কাঁদিবে সবে
মরছে দিনে রাতে।
ভোটের আগে নেতারা আসে
এখন কোন খনে?
মাথাতে হাত বুলিয়ে চাই।
নিজের জন্য সনে।
বাজেট থেকে টাকা আনে
পেটটা ভরে খায়।
বাঁধ ভাঙ্গার জন্য আমারা।
আজ বড়ো অসহায়।