কেউ একজন আসুক এই অবেলায় – না হয়
ছুয়ে দিয়ে যাক না, মনের অলিগলি —
দোষ কি তাতে?
হোক না কালো চশমার আড়ালে একটু আড় চোখে —চোখাচোখি।
ক্ষণিকের জন্য না হয়, হলো –একটু প্রেম ।
একটু মুচকি হাসিতেই না হয়, রঞ্জিত হোক — ভুবন
এতটুকু স্মৃতি বন্ধী হোক রঙিন ফ্রেমে — শেষ যাত্রায়।
কুকড়ানো চুল আর অগোছালো মানুষ —হোক পরিপাটি
শতবার শতবর্ষ প্রেমের বর্ষন ঝড়ুক —হৃদয় নীড়ে।
কল্পনায় হাসির ফোয়ারা ফুটুক — অবয়বে
নিস্তব্দ পুরো শহর নীয়ন বাতির আলোয় –কল্পনায়
ধাবমান হওয়ায় কেউ এসে বলুক ভীষণ —ভালোবাসি
ভালোবাসি তোমায়।