চাঁদপুর শহরের মাদরাসা রোড বিকল্প লঞ্চঘাট এলাকার মেঘনা নদীতে গোসল করতে নেমে মুকিত আলীম (১৭) ও আব্দুল্লাহ গাজী (১৭) নামে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তারা দু’জনই মাদরাসার ছাত্র ছিল।
বৃহস্পতিবার (১৩ অক্টোবর) দুপুরে শহরের লঞ্চ টার্মিনাল এলাকার কসাইঘাট নামক স্থানে এ ঘটনা ঘটে।
মুকিত শহরের হাজী মহসীন রোডের বাসিন্দা আলমগীর কবিরের ছেলে এবং আব্দুল্লাহ শহরের তালতলা রোড গাজী বাড়ির শাকির হোসেন টিটু গাজীর ছেলে। আব্দুল্লাহ শহরের বঙ্গবন্ধু সড়কের নুরে মদিনা হাফিজিয়া মাদরাসার হিফজ বিভাগের ছাত্র ছিল এবং মুকিত অন্য আরেকটি কাওমী মাদরাসায় পড়ত।
চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামরুজ্জামান বাংলানিউজকে বলেন, মাদরাসার ৫-৬ জন শিক্ষার্থী লঞ্চঘাটের পূর্বপাশে গোসল করতে নামে। তারা দীর্ঘক্ষণ ধরে নদীতে গোসল করছিল। এদের মধ্যে দু’জন সাঁতার না জানায় নদীতে তলিয়ে যায়। পরে নৌ পুলিশ ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় তাদের মরদেহ উদ্ধার করা হয়।
তিনি বলেন, অভিভাবকদের কোনো অভিযোগ না থাকায় মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় চাঁদপুর নৌ থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।চাঁদপুর নৌ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ডুবুরি লিডার প্রনব বড়ুয়া বাংলানিউজকে বলেন, দুপুরে সংবাদ পেয়ে তাৎক্ষণিক আমরা ঘটনাস্থলে উপস্থিত হই। নৌ পুলিশ ও কোস্টগার্ড স্টেশনের ডুবুরি প্রস্তুত না থাকায় আমিসহ আমাদের ডুবুরি রাজিব হোসেন ও হাফিজুর রহমান নদীতে নামি এবং নিহতদের উদ্ধার করতে সক্ষম হই। পরে মরদেহগুলো নৌ পুলিশের কাছে হস্তান্তর করা হয়।