ফেনীতে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. শুভ (২৬) ও মো. মারুফ (২৬) নামে দুই বন্ধু নিহত হয়েছেন। শুক্রবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ফেনী সদর উপজেলায় লালপুল এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন মহিপাল হাইওয়ে থানার পরিদর্শক মো. মোস্তফা কামাল।
নিহত মো. শুভ ঢাকার উত্তরখান থানার মাদারবাড়ী এলাকার বিল্লাল হোসেনের ছেলে। অপরজন মারুফ ঢাকার দক্ষিণখান থানা এলাকার মো. মজিবরের ছেলে।
নিহতের স্বজন ও বন্ধুদের বরাত দিয়ে পুলিশ জানায়, শুভ ও মারুফ দুই বন্ধু। তারা ঢাকা থেকে মোটরসাইকেল নিয়ে রাঙামাটিতে বেড়াতে যাচ্ছিলেন। তাদের বহনকৃত মোটরসাইকেলটি সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী সদর উপজেলার লালপুল এলাকায় পৌঁছলে চালক মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এসময় দ্রুতগতির মোটরসাইকেলটি সড়কের ওপর ছিটকে পড়ে দুই জনই গুরুতর আহত হয়ে জ্ঞান হারান। খবর পেয়ে মহিপাল হাইওয়ে পুলিশের সহযোগিতায় স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।মহিপাল হাইওয়ে থানার পরিদর্শক মো. মোস্তফা কামাল আরও বলেন, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত মোটরসাইকেলটি মহিপাল হাইওয়ে পুলিশের হেফাজতে রাখা হয়েছে।এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা চলমান রয়েছে।