জাহাঙ্গীরের বাড়িতে আনন্দ মিছিল : গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে বিজয় লাভ করেন সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের মা জায়েদা খাতুন। ফল ঘোষণার পর জাহাঙ্গীর আলমের সমর্থক-কর্মীরা আনন্দ মিছিল বের করে তার বাড়িতে জড়ো হন। এ সময় হাজার হাজার মানুষ আনন্দ উল্লাসে মেতে ওঠেন। এক পর্যায়ে ঘড়ি মার্কার সমর্থক-কর্মীদের আনন্দ মিছিলে মুখরিত হয়ে ওঠে জাহাঙ্গীর আলমের বাড়ির আঙিনা। এ ছাড়া বিভিন্ন এলাকায় মিষ্টি বিতরণ করতে দেখা যায়। অন্যদিকে গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লা খানের পরাজয়ের খবরে নেতা-কর্মীশূন্য হয়ে পড়ে তার বাসভবন। সরকারদলীয় নেতা-কর্মীদের মাঝে হতাশার ছাপ ভেসে ওঠে। পর পর দুবার গাজীপুর সিটির মেয়র নির্বাচনে হেরে যাওয়ার পর দলীয় নেতা-কর্মীরা কোনভাবে দেখবেন এটাই ভাবনার বিষয়। অনেক নেতা-কর্মী বলছেন, আজমতের রাজনীতি শেষ। আবার কেউ বলছেন, নির্বাচনে জয়-পরাজয় থাকবেই।