মোঃ বেলাল হোসেন :– কবির ভাষায়একটি কথা আছে আমার দেশে সেই ছেলে হবে কবে কথায় নয়, কাজে বড় হবে। আর সেই কাজটি করে দেখাচ্ছেন মনোহরগ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপজেলা স্বাস্হ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ আফজালপুর রহমানের দিক নিন্ধেশনায় এখানে কর্মরত সকল মেডিকেল অফিসার, সেবিকা সহ সকলের দায়িত্ব শীল ভূমিকায় মনোহরগ্জ স্বাস্হ্য কমম্পেক্সে হয়ে উঠছে নরমাল ডেলিবারি ও সিজারের জন্য নির্রভরতার প্রতিক যাহা সকলের নিকট অনুশরনীয়, এখানে গত ২৪ ঘন্টায় ৭ জন নবজাতকের জন্ম হয়।
এরমধ্যে ৪ জন নবজাতক নরমাল ডেলিভারী এবং ৩ জন নবজাতক প্রয়োজনীয় অস্ত্রোপচার (সিজারিয়ান সেকশন) এর মাধ্যমে।