কবি –-মোঃ সেলিম হোসেন এর কবিতা // গ্রীষ্মের প্রখরতায়
বোশেখের তাপ দাহে দরদর ঝরে ঘাম,
কিষাণেরা মাঠে নেমে ছেড়ে যায় নিজ কাম।
কাঠফাটা রোদ্দুরে ছাতি যেনো ফেটে যায়,
চাতকিনী তৃষ্ণায় জল পেতে শোকে গায়।
আগুনের ফুলকি তে মাঠঘাট চৌচির,
গরমের আস্ফালে জনগণ অস্থির।
আকাশে তে মেঘ নেই নীল ছেয়ে আছে তায়,
বায়ু বয় নিশ্চুপ উষ্ণতা গিলে খায়।
সবুজের রূপরেখা মরুময় হয়ে যায়,
খাল নদী জল ছেড়ে ঠনঠন করে হায়!
পশুপাখি ভোগ ভুলে ছায়াতলে করে বাস,
অবিরাম তেষ্টায় করে চলে হাসফাস।
ছেলে বুড়ো খালি গায়ে ঘোলা জালে দেয় ঝাপ,
গামলায় জল ভরে ঘাম মুছে দিয়ে চাপ।
দুই হাতে জল নিয়ে চোখেমুখে ঝাপটায়,
ছায়াতলে পাটি পেতে শুয়ে থাকে এলো গায়।
নিদারুণ বৈশাখে ভাস্কর ক্ষেপে রয়,
গনগনে উত্তাপে নিষ্ঠুর মনে হয়।
ওহে রবি নত হয়ে ধরাময়ে আন সুখ,
ক্লান্তি নাশিয়া তবে এনে দাও হাসি মুখ।
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি প্রিয় কবি ও সম্পাদক মহোদয় এর প্রতি আমার কবিতা কে পত্রিকায় প্রকাশ করার জন্য