কবি –হারুনুর রশীদ এর কবিতা // আব্বাজান
এম.এ.মান্নান.মান্না
-
Update Time :
রবিবার, ৪ জুন, ২০২৩
-
৮৯
Time View
কবি –হারুনুর রশীদ এর কবিতা // আব্বাজান
ছিলাম না এই ধরণীতে
মোহ-মায়ার শরণিতে
করলে জন্ম দান।
আমার আব্বাজান।
জাপটে ছিলাম মায়ের কোলে
আলতো হাতে নিলে তোলে
হয়ে মেহেরবান।
আমার আব্বাজান।
রতন বলে যতন করে
চুমু দিলে দু’গাল ভরে,
বললে ‘জানের জান’।
আমার আব্বাজান।
তোমার শক্ত আঙুল ধরে
হাঁটি হাঁটি পা পা করে
না হই পেরেশান।
আমার আব্বাজান।
বড়ো করলে তিলে তিলে,
ভরণ-পোষণ সবই দিলে।
করলে শিক্ষা দান।
আমার আব্বাজান।
বিপদ-আপদ যতই আসে
থাকো তুমি সদাই পাশে।
বাড়াও নাড়ির টান।
আমার আব্বাজান।
স্বপন দিলে দুটি চোখে,
সাহস দিলে ভীরু বুকে
হইতে আগুয়ান।
আমার আব্বাজান।
জয় করতে চাই আকাশ পাতাল।
হেসে বলো ‘বদ্ধ মাতাল’!
গাইলে জয়গান।
আমার আব্বাজান।
সাধ্যে যতটুকু মিলে
দোয়া দিলে, দাওয়া দিলে।
চাওনি প্রতিদান।
আমার আব্বাজান।
যতোটুকু জয় করেছি,
কৃতজ্ঞতায় মন ভরেছি,
তোমার অবদান।
আমার আব্বাজান।
নেই তো কিছু দেবার মত।
রইলাম চির শ্রদ্ধানত।
ভক্তি অফুরান।
আমার আব্বাজান।
আমার আব্বাজান।।
Please Share This Post in Your Social Media
More News Of This Category