কবি মুক্তা পারভীন এর কবিতা – রব সুখে দুখে
দূরে থেকেও ছিলে তুমি
খুবই কাছাকাছি
কাছে এসেই গেলে দূরে
কি নিয়ে বাঁচি?
দিবা রাতি মনে ছিল
ভাবনা তোমার
কোথায় আছো, করো কি
খুঁজ নিই তার।
প্রেম প্রীতি ছিল কতো
ছিল মায়ায় ভরা
জীবন তরী আজ
সেখানেই ধরা।
নির্বাক পৃথিবীতে
কতো জনা আসে
হতভাগা আমি যেন
কেউ নেই পাশে।
অভিলাষ ছিল কতো
ধরণীর বুকে
তুমি আমি পাশাপাশি
রবো সুখে দুখে।