মাঝে মধ্যে ভিতরটা
একদম অগোছালো লাগে
বহু প্রতীক্ষার রজনী কাটিয়ে
হঠাৎ দেখা মধ্য রাতে
তোমার স্মৃতিগুলোর সাথে
দুরারোগ্য ব্যাধির মতো
জড়িয়ে রাখে নিরবে
রাত্রির নিস্তব্ধতায় একাকী
জেগে থাকি তারাদের মতো
বুকের গহীনে লুকায়িত
কষ্টেরা জেগে উঠে
আড়মোড়া ভেঙে
অদ্ভুত এক আয়নায় তুমি বিরাজমান
দূরে চলে যাবে বলেই
লেখা হয়নি কাছে আসার গল্প
কি অভিমান ঝরে চোখে
উৎসুক জনতা জানে না
অনুশাসনের বেড়াজাল ভেঙে
তোমার নির্যাস নিতে উন্মুখ
পরিত্যক্ত নগরীর মতো
ঠায় দাঁড়িয়ে আছি
বেঁচে আছি
আশার কুন্ডলী পাকিয়ে
নগ্ন ব্যথার আহাজারিতে
তোমার নীলাঞ্জনা হয়ে।