মুখোশধারী শয়তানেরা বিরাজ করে সবখানে
ক্ষমতারই লোভের জন্য সদাই তাদের মনটানে
স্বার্থলোভী মানুষগুলোর বিবেক বুদ্ধি নাইরে
এদের জন্য কুলোষিতো হয় যে সমাজ ভাইরে।
নিজের কথাই ভাবে শুধু দেশের কথা নয়রে
আবার যদি বদলে যায় রূপ মনে শুধু ভয়রে
চিনতে শেখো ভালোটারে করো ভালো কাজ
কালো পথে চলতে দেখে পাই যে বড় লাজ।
ওরে পিশাচ বদলেছিস রূপ বিবেকটারে নয়কেনো?
ভাঙবি যেদিন বুঝবি সেদিন নাইরে মনে ভয়কেনো?
করলে খারাপ রইবে জমা আসবে ঘুরেফিরে
ভালো কাজের মূল্য পাবে সুখ রাখিবে ঘিরে।