আজ মহান মে দিবস উপলক্ষে গাঙচিল খুলনা মহানগর শাখার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। খুলনা নিউমার্কেট পার্কে অনুষ্ঠিত এ আলোচনা সভায় প্রধান অতিথি গাঙচিল বাগেরহাট শাখার সাধারণ সম্পাদক সৈয়দা তৈফুন নাহার। সভাপতিত্ব করেন গাঙচিল খুলনা মহানগর শাখা সভাপতি সৈয়দ আলী হাকিম বিশেষ অতিথি ছিলেন গাঙচিলের প্রধান সমন্বয়কঃ খান আখতার হোসেন। আলোচনায় অংশ নেন শিক্ষা কর্মকর্তা কবি নজরুল ইসলাম খান, আলোড়ন সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক নাজমুল তারেক তুষার, আবু নাসের বিষেশায়িত হাসপাতালের মাসুমা সুলতানা জলি, গাজী ইলিয়াছ প্রমুখ।