কবি –মজিবুর রহমান এর কবিতা // গ্রীষ্মের বর্ষা
বৈশাখ জ্যৈষ্ঠের ভীষণ খরায়
জীবজগৎ প্রাণ যখন যায় যায়
চাতক চাতকী করে বারি যাঞ্চন।
তাদের কথায় দিয়ে তড়িতে সাড়া
সর্বশক্তিমান করেন বাদল তাড়া
গভীর মহাসাগর বক্ষ করে মন্থন।
পরাক্রমী সমীরকে করে আহ্বান
সমুদ্রের বুকে সৃষ্টি করেন তুফান
পাঠান বারিকণা সবুজ অভিমুখে।
মেঘ বাদল হয়ে বাতাসে করে ভর
সবুজ শ্যামল পথে হয়ে অগ্রসর
করে অমৃত বর্ষণ মনের সুখে।
গ্রীষ্মকালের দাবদাহ তপ্ত দহনে
সুধাময় বারি রাশির অকাল বর্ষণে
ধরায় নেমে আসে শীতল সমীরণ।
বসুন্ধরার যতসব সবুজ গাছপালা
পেয়ে বেঁচে থাকার নিগুঢ় মশালা
বসায় নব হরিৎমেলা করে যতন।
অরণ্যের ছোট বড়ো সব বৃক্ষরাজি
সুধা সখার মিলনে নতুন করে সাজি
ছড়ায় রূপ লাবণ্যের অপরূপ ছটা ।
নতুন ভাবে বসে এক জীবন আসর
দূর করে যতসব জরাজীর্ণতা প্রখর
মনের সুখে করে নৃত্য তৃণ গুল্ম লতা।
প্রকৃতির এই অসময় অকাল বর্ষণে
পশু পাখি সবের জীবন অঙ্গনে
বাজে বেঁচে থাকার নতুন জীবন গান।
তাদেরই নিষ্পাপ নির্মল যাঞ্চনায়
মেঘ বাদল হয়ে ছুটে আসে ধরায়
জগৎ জীবন মন্ত্র সখা ধরণী প্রাণ।
( পূবারুণ, মালদা, পশ্চিমবঙ্গ, ভারত