1. admin@mannanpresstv.com : admin :
কবি –পল্লী বালিকা শেফালী এর কবিতা // ক্ষমা করে দাও ওগো দয়াময় - মান্নান প্রেস টিভি
শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ০৮:২০ অপরাহ্ন

কবি –পল্লী বালিকা শেফালী এর কবিতা // ক্ষমা করে দাও ওগো দয়াময়

এম.এ.মান্নান.মান্না
  • Update Time : মঙ্গলবার, ১৩ জুন, ২০২৩
  • ৮১ Time View

কবি –পল্লী বালিকা শেফালী এর কবিতা // ক্ষমা করে দাও ওগো দয়াময়

মহান শিল্পী আল্লা ওগো দয়াময় –
কতই অপরূপ সৃষ্টি বিশ্বময় ।
অলীক লোভ লালসায় নয় –
তোমাতেই যেন মস্তক নত হয় ।
পাপী বান্দা রজনী জাগিয়া রয় –
ক্ষমা করে দাও ওগো দয়াময় ।
তোমার প্রর্থনায় –
মুসলিম দু হাত বাড়ায় ।
শবেকদর রজনী পূণ্যময়-
তোমার ঘোষণায় ।
তা’ই তো বান্দা-বান্দি নিশি জাগিয়া রয়েছে দাঁড়ায়-
শেষ বিচারে কেহই পাবেনা পার তোমার করুনা ছাড়ায়।
উম্মতি উম্মতি বলিয়া দ্বীনের নবী(সঃ) করিবেন হায় হায়-
আল্লা ওগো দয়াময় তুমিই প্রথম শেষ ঠাঁই অন্য নাই উপায়,
ক্ষমা করে দাও মাফ করে দাও ওগো দয়াময় ।।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories

© All rights reserved © 2022 mannanpresstv.com
Theme Customized BY WooHostBD