কবি –পল্লী বালিকা শেফালী এর কবিতা // ক্ষমা করে দাও ওগো দয়াময়
মহান শিল্পী আল্লা ওগো দয়াময় –
কতই অপরূপ সৃষ্টি বিশ্বময় ।
অলীক লোভ লালসায় নয় –
তোমাতেই যেন মস্তক নত হয় ।
পাপী বান্দা রজনী জাগিয়া রয় –
ক্ষমা করে দাও ওগো দয়াময় ।
তোমার প্রর্থনায় –
মুসলিম দু হাত বাড়ায় ।
শবেকদর রজনী পূণ্যময়-
তোমার ঘোষণায় ।
তা’ই তো বান্দা-বান্দি নিশি জাগিয়া রয়েছে দাঁড়ায়-
শেষ বিচারে কেহই পাবেনা পার তোমার করুনা ছাড়ায়।
উম্মতি উম্মতি বলিয়া দ্বীনের নবী(সঃ) করিবেন হায় হায়-
আল্লা ওগো দয়াময় তুমিই প্রথম শেষ ঠাঁই অন্য নাই উপায়,
ক্ষমা করে দাও মাফ করে দাও ওগো দয়াময় ।।