কবি –মাফু মৌলবির কবিতা এর কবিতা // তোমায় খুঁজিয়া নেবো
তোমার বুকের ঐ
আগুন টুকু আমায় দাও,
আমি কাব্য সুধা ঢেলে দিয়ে
নিভিয়ে দেবো।
তোমার চোখের ঐ
অশ্রু টুকু আমায় দাও,
আমি কবিতার রোমালে
মুছিয়ে দেবো।
তোমার হিয়ার ঐ
বিরহ টুকু আমায় দাও,
আমি ছন্দের মুগ্ধ সৌরভে
ঘুচিয়ে দেবো।
তোমার মুখের ঐ
হাসি টুকু আমায় দাও,
অনির্বান শিখা হয়ে জ্বলে রবো
তোমার নিস্তব্ধ নীলাকাশে আজীবন।
তোমার রাতের আকাশে তাঁরা হবো
আর দিনের আকাশে রবি।
তোমার প্রেমের গানের গীতিকার হবো
আর স্বপ্ন কবিতার কবি।
তোমার হৃদয় বাগিচার গোলাপ হবো
আর আঁধার ঘরের বাতি,
তোমার জীবন গল্পের লেখক হবো
আর মরণ দশার সাথী।
তোমার সিক্ত ঐ
পবিত্রতা টুকু আমায় দাও,
আমি ভুবন রাঙা রংধনু হয়ে গো
তোমায় রাঙিয়ে দেবো,
আমি স্বর্গ মহুয়ার স্বাদ চুরি করে
তোমায় ভাসিয়ে নেবো।
আমি বিধাতার কাছে
স্মারক লিপি দিয়ে
সাধনার সমাধি হবো,
আমি ঐ পারে গিয়ে
হাশরের ময়দানে
তোমায় খুঁজিয়া নেবো।