কবি –নীল কাব্য এর কবিতা // প্রণয়ীর জয়
আকাশ জুড়ে আবার মুখরিত হবে পাখির কল্লোলে
রামধনুর দখলে আকাশ ছাদ,ডুব দেয় রাঙা সূর্য পশ্চিমে
সাদা তুলোট মেঘের লুকোচুরি,ঈশান কোণে মেঘ হাসে
ভেজা চোখ! ব্যালকনির গ্রীলের ফাঁকে উঁকি দেয় ব্যোম! সুপ্ত আশা নিঃশব্দে।
মেঘলা দিনে গতি হারা মন তোমায় ভেবে আনমনে
কিশোরীর উদ্বেলিত শিহরণে শিহরিত ক্ষণে ক্ষণে
কল্পনার দেয়াল জুড়ে আঁকা প্রতিচ্ছবি পূর্ণ সুখাসনে
আস্থার পেয়ালা দাও বাড়িয়ে প্রণয়ী ছোঁয়া ভালোবেসে।
এক অভাবনীয় দৃঢ় আত্মিক শক্তি ঘিরে থাকে চারধার
অদৃশ্য এক অভাবনীয় বিশ্বাসে অপেক্ষায় সময় পার
আনমনে কবি!গাঁথে শব্দের পর শব্দ ভাবনায় অবিচল
আবার আসবে বসন্ত কোন একা মেঘলা দিনে প্রণয়ীর।
মেঘের লুকোচুরি খেলায় সূর্য হাসে, পাল্টে যায় গতি হাওয়ার
জানালা ভেদে মুক্ত নীল আকাশীর বার্তা, বিশ্বাসে জয় প্রণয়ের!!!