মোহাম্মদ আবদুল মতিন: কুমিল্লার লালমাইয়ে যথাযোগ্য মর্য্যাদায় পালিত হলো জাতীয় শোক দিবস ২০২৩ উপজেলা নির্বাহি অফিসার ফোরকান এলাহি অনুপম এর নেতৃত্বে সহকারী কমিশনার (ভূমি) নাসরিন আক্তার,লালমাই উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী কামরুল হাসান শাহীন, লালমাই থানার অফিসার ইনচার্জ মোঃ হানিফ সরকার ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহমুদা আকতার জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও সালাম জানান।
পরে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ১৯৭৫ এর ১৫ আগষ্টে নিহত সকল শহিদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় নির্বাহি অফিসার ফোরকান এলাহি অনুপম বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবন ও ১৯৭৫ সালের ১৫ আগষ্ট রাতে তাঁকে ও তাঁর পরিবারকে নির্মমভাবে হত্যা এবং পরিবর্তিত পরিস্থিতির বাস্তব চিত্রগুলো একে একে উপস্থাপন করেন। পরে আত্মকর্ম প্রত্যাশী বেকার যুবকদের মাঝে প্রকল্প ভিত্তিক ঋনের চেক বিতরণ করা হয়।
এছাড়া লালমাই প্রেস ক্লাব,আওয়ামী লীগ আওয়ামী যুবলীগ,ছাত্রলীগ স্ব স্ব ব্যানারে বাগমারা হাই স্কুল মাঠে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে।
এবং উপজেলার প্রত্যেক ইউনিয়নে আওয়ামী লীগের অঙ্গ সংগঠনসহ সামাজিক সংগঠন এবং ধর্মীয় প্রতিষ্ঠানগুলো স্ব স্ব উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন এবং ১৯৭৫ এর ১৫ আগষ্টে শাহাদাৎ বরণকারী বঙ্গবন্ধুর পরিবারের সকল সদস্যদের রুহের মাগফেরাত কামনা করেন। সকল মসজিদ মন্দির এবং আশ্রমে মিলাদ ও প্রার্থনার আয়োজন করা হয়।