ভালোবেসেই অতি যত্নে আমাকে কাঁদিয়েছো!
ইস তবুও তোমাকে ভুলতে পারি না,
কতইনা বোকা আমি!
তোমার ছলনাকে মায়া ভেবে আগলে রেখেছি।
মাঝে মাঝে মনে হয়
সেই আগের তুমি’কে
যদি একটি বার পেতাম!
তাহলে একটু শান্তির শ্বাস নিতাম।
তোমার কথা মনে হলে
বুকটা থরথর করে কাঁপে,
তখন কণ্ঠস্বর নিভু নিভু প্রদীপের মত
চাইলেও আর কথা বলতে পারি না।
একটিবার যদি দেখাতে পারতাম!
দম ফাটা আর্তনাদের ক্লান্তি,
তাহলে বুঝতে দেহের প্রতিটা অঙ্গ-প্রত্যঙ্গ
তোমার ভালবাসার অভাবেই শক্তি হারিয়েছে।
তোমার দেওয়া অতিষ্ঠ কষ্ট
আমার হৃদয়ের ফুটন্ত সুগন্ধি ফুলকেও
নিমিষেই করেছে সুবাসহীন!
তুমি আমাকে সরল বিশ্বাসে ঠকিয়েছো।
কমেছে ভালোবাসা,বেড়েছে প্রতারণা
তবুও একটু ভালোবাসা পাওয়ার আশায়,
মৌমাছির মধু খোঁজার মতো
তোমাকে খুঁজে চলেছি অধরা।।