কবির একান্ত কাব্যিক ঠিকানা কবিতা
এপারের দীর্ঘশ্বাস ওপারের নি:শ্বাস অভিলাষী শব্দবাতায়ন,
অভিযাত্রিক কবি কবিতার সুদৃঢ় বন্ধন
কবিতার তরঙ্গায়িত স্পন্দন কবির রঙ্গায়োজন।
আত্মিক বন্ধনে একে অন্যের আমৃত্যু সহযাত্রী
কবিতা কবির ক্লান্ত হৃদয়ের শীতল মায়া,
পড়ন্ত বিকেলে পায়ে পা মিলিয়ে চলার ছায়া
কবিতা কবির স্বপ্নের সাথে স্বপ্ন সাজানো প্রহর,
দিনান্ত মনোহর বাসনা উদ্দ্যম অদম্য মনোবন্দর
অজানা পথের সারথি সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা।
হৃদয়ের ব্যথা অঞ্জলি ভরিয়ে নিবেদন কবিতার লাগি
কবির ধ্যানে আনন্দে মনে শব্দ মালায়,
কবিতা লিখে যায় সুখের অন্বেষণে
চিত্রপটে আঁকে ছবি কবির চেতনায়।