তুমি বার বার কভু নয়,
যুগে যুগে তুমি পৃথিবীতে,
একবারই জন্ম গ্রহণ করবে,
একবার মৃত্যু বরণ করবে,
তোমার কিছু ভালো কর্মগুণে,
পৃথিবীর মানুষগুলো তারা,
চিরদিন যেন স্মরে তোমারে।
তুমি হতে পারো পাপিষ্ট,
হতে পারো অধম আত্বা,
তোমার দেহে বিরাজমান রেখো ,
মনুষ্যত্বের সেই বিশ্বাসী স্বত্ত্বা,
তুমি স্বার্থবাদীতায় কভু নয়,
পরো মঙ্গল পর ভুজনে,
মানুষকে করো তুমি জয়,
হবেনা কভু তোমার ক্ষয়।
অবিশ্বাসের তুমি হয়ে বিশ্বাসী,
যারা অন্ধকারে নিমজ্জিত ,
তুমি তাদেরকে পথ দেখাও,
যারা করে কুপথে গমন,
তাদেরকে দাও সুপথের দর্শন,
তোমার ন্যায়নীতি আদর্শ গুণ,
হোক সবার চরিত্রের ভূষণ ।