অনেকদূরের পথ পাড়ি দিয়ে
পৌঁছেছি আমি অবশেষে গন্তব্যের নিকটে
নিঃশ্বাস ফেলতেই একটু স্বস্তির
দেখি পিছনে ঘাড়ের দাঁড়িয়ে একজন
তাই আছি একটু অস্বস্তিতে আবার
যদি পড়ে যাই পিছনে ভয় ধরেছে হৃদয়ে।
তবে যে কষ্টের চেষ্টা হয়ে যাবে বৃথা
কষ্টটা পারবোনা ভুলতে কিছুতেই
যেভাবে পাড়ি দিয়ে এলাম
যদিও ভাঙা গড়া থাকবে জীবনে
নেই কিছু করার
কারণ সবকিছু যে বিধাতার ঠিক করা।
তবুও আমরা মানুষ একটু লোভী
তাই নিজের ভরসায় জিততে চাই
যাহা নাফরমানির শামিল।
করবো চেষ্টা আমরা
রাখতে হবে ভরসা বিধাতার উপর
নিয়তে গলদ না হলে
জিতাবে তিনি নিশ্চয়ই
শুধু করতে হবে চেষ্টা একান্ত মনে নিবিড়ভাবে
নেই তার কোনো বিকল্প।
নিয়ত যদি হয় সাফ,চেষ্টাটা নিয়মে
বিমুখ করবে না বিধাতা
রাখতে হবে ভরসা অন্তত এই টুকু
মনে প্রাণে সর্বান্তকরণে সবার।।