1. admin@mannanpresstv.com : admin :
এম.এ.মান্নান,মান্না এর কবিতা গুচ্ছ - মান্নান প্রেস টিভি
শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ০৮:৩৫ অপরাহ্ন

এম.এ.মান্নান,মান্না এর কবিতা গুচ্ছ

এম.এ.মান্নান.মান্না
  • Update Time : রবিবার, ২৮ আগস্ট, ২০২২
  • ২৪০ Time View

এম.এ.মান্নান,মান্না এর কবিতা গুচ্ছ

যদি বলি

এম.এ.মান্নান,মান্না

যদি বলি তুমি আমার জিবন চলার প্রথম প্রেরনা।
যদি বলি তুমি আমার হৃদয়ের
বিশাল অনুপ্রেরনা।
যদি বলি তুমি আমার জিবন ও মরন
আছো তুমি প্রতিটি ক্ষন।
যদি বলি তুমি আমার শান্তি সুখের আশা।
তোমায় নিয়ে গড়বো চির সুখের বাসা।
যদি বলি তুমি আমার বুকের মাঝে
থাকো সারাক্ষন।
ভালোবেসে তোমায় আমি রাখবো এ বুকে
না হয় হারাবো জিবন।
তারিখ-০৭.০২.২০১৯ ইং

স্মৃতি আজোও নিরবে কাঁদায়

আমি কেন যে পারি না ভুলে যেতে
অনেক চেষ্টা করি
কেন যে বার বার মনের অজান্তে
তোমার চবিটা আমার
হৃদয় ফটে ভেসে উঠে।
অতিতের কথা গুলো মনে হলে
কেন যে দু চোখ বেয়ে,
নিরবে অশ্রু ঝরে।
অতিতের হাজারও স্মৃতি তোমাকে নিয়ে
ভুলতে গেলেও ভোলা যায় না
নিরবে নিরবে
গভীর যামীনিতে
শুধুই আমাকে কাঁদায়।
আজোও মনে পড়ে তোমায়
চির চেনা তোমার সেই হাসিটা
যে দিন আমার মনটা কেড়ে নিয়ে ছিলে
যেনো আজোও আমি হারিয়ে যাই
সেই স্মৃতিময় দিনটায়।
তারিখ:-১২.০২.২০১৯ ইং

——–তুমি——-

—-এম.এ.মান্নান,মান্না
তুমি কি এখনো আগের মতই আছো
এখনও কি আমাকে ভালোবাসো,
আমার কথা ভেবে ভেবে রাত কাটাও
না কি এখনো তুমি আমার কথা মনে করে
নিরবে দুচোখের অশ্রু ফেলো।
আসলে সেদিন তোমার কোনও দোষ ছিলো না
সব দোষ আমার,
কারন
সেদিন তোমাকে বুঝতে পারিনী
বুঝতে পারিনী তোমার চোখের ভাষা
বুঝতে পারিনী তোমার নিরবতা।
আজ
আমি নি:স্ব হয়ে সব হারিয়ে
আজ পথ হারা পাগল বেশে
নিরবে দুচোখের অশ্রু ফেলে
তোমাকে খুজি।
তুমিতো রয়েছো আগেরী মতো
আমার এ হৃদয়ের আবরণে,
রক্ত কনিকার সাথে মিশে অক্্িরজেন হয়ে,
আমিতো এখনো বেচেঁ আছি
তোমাকে নিয়ে আমার চারিদিকে
জড়িয়ে আছো শুধু তুমি।
তারিখ:-২৪.০২.২০১৯ ইং
——চাকুরী——

—-এম.এ.মান্নান,মান্না
কাজ করতে করতে গায়ের রক্ত শেষ হয়ে যাবে
তবুও কাজ হবেনা শেষ,
সময় যেতে যেতে অন্ধকার হবে
তবুও যাওয়ার সময় হবে না।
এ কাজ ঐ কাজ করতে করতে
হয়ে যাবে সাঁঝ,
তবুও কাজ শেষ হবে না
রয়ে যাবে একটু বাকী।
যা দিবে তোমায় কাজের বিনিময়ে
তার চেয়ে বেশী আদায় করে নিবে,
তবুও বছর শেষে তাদের কাছে
পাবে তুমি অবমুল্যায়ন।
তারিখ-১০.০৩.২০১৯ ইং

——-শুধু তোমাকে নিয়ে——-

—-এম.এ.মান্নান,মান্না
আজও তোমায় খুব মনে পড়ে
মনে তোমায় সেই হাসিটা,
হৃদয় কাড়াঁ হাসি তোমার
ভরে যায় আমার এ মনটা।
তোমায় আমি আজোও ভালোবাসি
হৃদয়ে গেঁথে রেখেছি তোমায়।
তোমার হাসিমাখা মুখটা
এখনো কাঁদায় আমায়।
তোমাকে ভুলতে পারিনী আজোও
হৃদয়ে আছো গেঁেথ।
এখনো ও তোমার জন্য আমার
নিরবে অশ্রু ঝরে।
পারিনী পারবো না ভুলতে তোমায়
আছো তুমি হৃদয় জুড়ে।
আমি হাজারও স্বপ্নবুনি এখনও
শুধু তোমাকে নিয়ে।
তারিখ-১৯/০৩/২০১৯ ইং

——-দু’চোখের জলে তোমায় খুজি————

—-এম.এ.মান্নান,মান্না
ক্লান্ত শান্ত বিদগ্ধ যখন এমন
তখনী তোমাকে পড়ে মনে।
শুনতে চায় তোমার মুখের দুটি কথা
হারিয়ে যেতে চায় তোমার প্রানে।
আমি এখনও ভাবি তোমাকে
যখন নিরব নিস্তব্ধ যামীনিতে আছি একা।
তোমার করুন চাহনী মায়া ভরা মুখটা
ভেঁসে উঠে আমার হৃদয় পটে
নিরবে ভেসে উঠে আমার দুচোখের পাতা।
তুমি হারিয়ে গেছো দুরে অনেক দুরে
আর ফিরে পাবোনা কখনও।
তবুও তোমার স্মৃতি কেবলী আমাকে
কুঁেড় কুঁেড় খাচ্ছে।
আমি জানি দুচোখের জলের
নেই কোন দাম তোমার কাছে।
তবু নিরবে ঝরছে দুঁচোখর জল
পাবোনা জানি কখনো
তবুও তোমাকে মনে পড়ে বার বার।
তারিখ-১৯/০৩/২০১৯ ইং

————-তুমি কি যাবে—————-

—-এম.এ.মান্নান,মান্না
তুমি কি যাবে আমার সাথে
টংগী পাড়ার ঐ গাঁয়তে
যে খানে শুয়ে আছে
হাজারো বছরের শ্রেষ্ট বাঙালী
স্বাধীনতার স্বপতি,স¦াধীনতার মহা নায়ক।
তুমি কি যাবে আমার সাথে
হাজারও মাইল পেরিয়ে
বিশাল শ্রোতধারা নদী ডিঙিয়ে
যে খানে শুয়ে আছে
হাজারো বাঙালীর হৃদয়ের স্পন্দন
স্বাধীনতা অমর শ্লোগানের কবি
বাঙালীর জাতীর পিতা বঙ্গ বন্ধু শেখ মজিবুর রহমান।
তুমি কি যাবে আমার সাথে
টংগী পাড়ার ছোট্র গ্রামটাতে
যেখানে চড়িয়ে ছিটিয়ে আছে তার পায়ের চিহ্ন
হাজার ও স্মৃতি হাজার ও ইতিহাস
ইতিহাস ঐতিহ্য ঘেরা বাঙালীর গৌরব।
তুমি কি যাবে আমার সাথে
যেখানে শুয়ে রয়েছেন এমনি একজন
যে না আসলে হয়তো
আমরা স্বাধীনতা পেতাম না
হয়তো পেতাম না কথা বলার অধিকার।
সেখানে শুয়ে আছে আমাদের
স্বাধীনতার অহংকার স্বাধীনতার কবি
বাঙালী জাতীর গর্বে ধন হাজার বছরের শ্রেষ্ট বাঙালী
বঙ্গ বন্ধু শেখ মজিবুর রহমান।
তারিখ-২৫/০৩/২০১৯ ইং
————তুমি—————-

—-এম.এ.মান্নান,মান্না
তুমি এসেছিলে তব আমারই জিবনে
ছেড়ে তোমার যত আপনজন।
মন উজাড় করে ভালোবাসা দিয়ে
করেছো তুমি আমায় আলিঙ্গঁন।
তুমি ছিলে আমারই পাশে
হাজারও দু:খ বেদনা সহে।
তবুও তুমি দুরে যাওনী কখনী
রয়েছো আমায় ভালোবেসে।
তোমার পরশে পাল্টে গেলো
আমার অগোছালো পৃথিবী
তোমাকে আজিবন ভালোবেসে যাবো
গড়বো তোমায় নিয়ে সুখের ধরনী।
তারিখ-১৭/০৪/২০১৯ ইং

————রোজা————–

—-এম.এ.মান্নান,মান্না
সারাদিন রোজা রেখে যদি কেউ
আল্লাহর না ফরমানী করে।
তবে তারা রোজা রেখে কি লাভ বল
সারাদিন উপোস থেকে।
মনে প্রানে খাস নিয়তে
সর্বদা রোজা রেখে।
এর বিনিময় মহান প্রভু
দিবেন পুরস্কার তার নিজ হাতে।
যে রোজা রাখে খাস দিলে
পারেনা করতে কোন ফায়সা কাজ।
সদা সর্বদা সে করতে থাকে
একদিলে মহান প্রভুর কাজ।
রোজার প্রতিদান দিবেন প্রভু
প্রভু তার নিজ হাতে।
প্রভুর হাতে নিতে প্রতিদান যেন
সর্বদা সজাগ থাকে যেন আমার এমন।
তারিখ-১০.০৪.২০১৯ ইং

————তোমার ভালোবাসা আজোও আমাকে কাঁদায়—————

—-এম.এ.মান্নান,মান্না
জানি আজ তুমি আমাকে দেখলে ঘৃনা করো
তবুও তোমাকে ভালোবেসে যাবো।
তোমার ঘৃনাই আমার জন্য ভালোবাসা
জানি তোমাকে আমি অবশ্যই পাবো।
তুমি যদিও আমাকে ঘৃনা করো
এটা তোমার মনের কথা নয়,
হৃদয়ের সব টুকু ভালোবাসা উজার করে দেবো তোমায়
শুধু তোমাকেই আমার চাই।
তোমার ঘৃনাই বলে দিয়েছে,তুমি আমাকেই ভালোবাসো
তবে কেনো তুমি নিজেকে পুড়িয়ে মারছো
প্রচন্ড দু:খে ক্ষোভে নিজেকে ধ্বংশ করছো।
এত অভিমান কেন প্রিয়া
পারবে কি নিজেকে আড়াল করতে
নিরবে দুচোখর অশ্রু ঝরায়ে
আর কত নিরবে নিরবে কাঁদবে।
ভালোবেশে একদিন বলেছিলে তুমি
যত কষ্টই হোক দুজনে ভাগাভাগি করে নিবে,
তবে আজ কেন অভিমান করে সব নিজের করে নিলে।
অভিমান যতই করো তুমি,দু:খ যতই দিবে তুমি
তবুও তোমার ভালোবাসা নিয়ে
এ ভুবন থেকে হারিয়ে যাবো।
তারিখ:-২৪.০৫.২০১৯ ইং
———–সেহরী———–

—-এম.এ.মান্নান,মান্না
সুবহে সাদিকের আগে উঠে
খাবো মোরা সেহরী,
আল্লাহর হুকুম রাখবো রোজা
সবাই করবো ইফতার বাহারী।
রোজা রাখবো আমরা সবাই
আল্লাহর হুকুম মেনে,
কোরআন হাদিস পড়বো সবাই
অর্থ জেনে মেনে।
ফায়সা কথা না বলিবো
শুনবো না কোন গান,
কাহারো গিবত করবো না তথা
রাখবো সবার মান।
কোরআন পড়বো বুঝে শুনে
হাদিস মানবো তাতে,
তারাবীহর নামাজ পড়বো
রোজার শেষে রাতে।
তারিখ:-২৪.০৫.২০১৯ ইং

———-ফরিয়াদ————-

—-এম.এ.মান্নান,মান্না
নিরবে চোখের জল ফেলে
কি হবে বল ?
যদি চোখের জলের মুল্যই
কেউ না দেয় তোমায়।
নিজের জিবনের চেয়েও বেশী
যদি কাহকে ভালোবাসো
কি লাভ বল ?
যদি সে তোমার ভালোবাসার
মর্যাদাই না বুঝে।
এর চেয়ে ভালো তুমি নিরবে নির্ঝরে
দুচোখের জল ফেলে,
গভীর রজনীতে প্রভুর কাছে দু হাত তুলে
যত পারো দিতে ভালোবাসা দাও তারে।
সে খানেই পাবে তুমি
চোখের জলের দাম
সে খানেই পাবে ভালোবাসার প্রমান।
তিনিতো হলেন প্রেমময় রহমান
যত কাঁদিবে ততই ফেলিবে
এ দুচোখের জল,
ততই ঢেউ উঠিবে তথায়
প্রভু প্রেমময় টলমল।
নিরবে চোখের জল যতই ফেলিবে
বিধাতা মহান ততই প্রেমময় হয়ে উঠিবে।
নিরব নিস্তব্য রাতের মাঝে
নেই কোন পাখির কোলাহল
নেই কোন তখন জন মানব
শুধু রহিবে তুমি আর প্রভু।
সামনে কোন পর্দা নেই কোন তখনী
নিরবে কোপত কোপতী বলিবে কথা
শুনিবে যত যামীনি ফেরেস্তাসম,
ভালোবাসি তবু ভালোবসি
কবুল করো হে প্রভু মোর এই অরাধনা
ফিরিয়ে দিওনা আজ মোরে
কবুল করে নাও তুমি হে প্রভু
আমার যত ফরিয়াদ।
তারিখ:-১৯.০৬.২০১৯ ইং

———–ক্ষমতা চির স্থায়ী নহে————

—-এম.এ.মান্নান,মান্না
চিরস্থায়ী ক্ষমতা কাহারো নহে
যতটা দেখাও তুমি ক্ষমতার দাপট
অর্থ বিত্ত যতই থাকুক না তোমার
সব কিছু তোমার নি:শ্বেষ হবেই হবে।
মনে রেখো তুমি সব সময় ক্ষমতা থাকবে না তোমার
একদিন সব কিছু হবে নি:শ্বেষ,
ক্ষমতার মোহে পড়ে ভুলে গিয়ে নিজেকে
বেশামাল হয়ে পড়ি যেন অমিনেষ।
ক্ষমতা চির দিন থাকে না কাহারো
রাজা প্রজা বাদশা ফকির
সবাই মানুষ রুপে এসে সর্বিশেষ,
ক্ষমতার দাপটেই বিভক্ত হয়ে সবে
নিজেকে হারিয়ে ফেলি সর্বিশেষ।
তারিখ:-১৪.০৭.২০১৯ ইং

————–মুসলিম—————-

—-এম.এ.মান্নান,মান্না
আমি মুসলিম বলে কি ভাবে দাবী করি
যদি আল্লাহর বিধান আমি নাহি মানি।
নামাজ রোজার ধার ধারি না
রমজানের রোজা তাও রাখি না
তবু আমি মুসলিম বলে দাবী করি।
কুরআনের কোন আইন মানি না
নিজের আইনে চলি,
তবুও আমি সত্যের পথে আছি
জোর গলায় বলি
তবুও আমি মুসলমান বলে দাবী করি।
নবী রাসুল আছে শুনি
মুসলিম বলে শিকার করি,
দুই ঈদে নামাষ পড়ি
ঘুষের টাকায় পকেট ভরি
তবুও আমি মুসলিম বলে দাবী করি।
তারিখ:-২৪/০৮/২০১৯ ইং

————অবহেলা————-

—-এম.এ.মান্নান,মান্না
অবহেলা আর কত করবে তুমি
ছুড়ে ফেলে দিবে ছিড়া কাগজের টুকরার মতো
একটু কি নেই তোমার অনুরাগ আমার প্রতি।
আমিতো তোমাকে ভালোবেশে আজ নি:শ্ব
সব হারিয়ে আজ আমি পথে পথে ঘুরি
তোমার ভালোবাসার পাগল হয়ে।
তুমি আমাকে ভুলে যেতে পারো
পারো তুমি দুরে ফেলে দিতে
ঝরা ফুলের পাপড়ীর মতো।
আমারতো আর নেই কোন কিছু তোমাকে দিবার
নিঃশ্ব আজ আমি সব হারিয়ে
পথে পথে ঘুরি আজ তোমাকে ভালোবেসে
তোমার অবহেলায় আজ রয়েছি অনেক দুরে।
তারিখ:-২৪/০৮/২০১৯ ইং

————তোমাকে নিয়ে————–

—-এম.এ.মান্নান,মান্না
আমি চেয়েছিলাম তোমাকে নিয়ে
হারিয়ে যাবো তোমাকে নিয়ে,
হারিয়ে যাবো দুর নিলিমায়
মেঘের সাথে বেড়াবো হেসে হেসে।
মেঘের সাথে বলবো কথা ইশারায়
যদি তুমি থাকো আমারী পাশে,
আমার হাতে হাত রেখে তুমি
কাছে টেনে নিবে ভালোবেশে।
আমি ছেয়েছিলাম তোমাকে নিয়ে
গভীর সাগরে ডুব দেবো,
শুধু তুমি আর আমি
হাতে হাত দরে নিয়ে যাবো মাছের দেশে
তারা আসবে দেখতে আমাদের
কেমন করে এলাম মোরা ভালোবেশে।
তারিখ:-২২/০৯/২০১৯ ইং

————মুনাজাত————–

—-এম.এ.মান্নান,মান্না
দু হাত তুলেছি মাওলা তোমার কাছে
এই গভীর রাতে,
আমার মতো আর নেই কেউ জেগে
নিঝুম নিরব নিকষ,গভীর যামীনিতে।
তুমি ছাড়া আর কেউ নাই আমার
তোমার কাছে সব চাওয়া পাওয়া,
আমি গুনাহ করিছি বেশুমার
Ÿমা কর মোরে হে মহান প্রভু
তুলিছি দুহাত এই গভীর রাতে।
মোরা পাপী বান্ধা করিয়া ধান্ধা
করিয়াছি গুনাহ বেশুমার,
তবুও তুমি রহমান রহিম
তুমি মালেক তুমি জব্বার,
নেই কেউ আর তুমি ছাড়া
কে করিবে পাব হাসরের মাজার
তুমি পারো করিতে ক্ষমা
হে মহান মহিয়ান।
তারিখ:-১৩/০২/২০১৯ ইং
বাউনিয়া।
———–খোদার বানী—————-

—-এম.এ.মান্নান,মান্না
ওগো মোর বন্ধু আমার
শোন কথা মোর,
কুরআন নিয়ে পড়তে বসো
হয়ে এলো ভোর।
কুরআন হলো খোদার বানী
পড়তে যদি পারো,
ভোর হলে পড়তে বসে
কুরআনের সমাজ গড়ো।
কুরআন হলো খোদার বানী
কুরআনকে মেনে চলো।
সকল সময় চলার পতে
সত্য কথা বল।
শাহরাস্তি-১৯/০৯/২০১৯ ইং

————–জিহাদ——————

—-এম.এ.মান্নান,মান্না
জিহাদের ময়দানে বাজলো ডক্কা
চলরে সবাই চল,
আমারা শিবির ভাঙ্গঁবো তিমির
আমরা সিংহ দল।
জিহাদের ঐ ডক্কা বাজে
আমাদের কানে আসে,
চলরে সবাই একসাতে আয়
আমারা যাবো হেসে হেসে।
আমাদের বুকে তাজা রক্ত
টগবগিয়ে ফুটছে,
জিহাদের ময়দানে ঐ
দেখরে সবাই ছুটছে।
(আল-আমিন একাডেমি,চাঁদপুর-তারিখ-১১/০৯/১৯৯৯ ইং)

————-দুরন্ত সাইফুল————–

—-এম.এ.মান্নান,মান্না
শান্তির তলোয়ার হে সাইফূল
বড় হয়ে তুমি হবে সৌরভী ফূল।
তোমারী সৌরভে ভরে দিবে এধরনী
এ দোয়া করি সবে মোরা মানবকুল।
তোমার জম্মদিনে ঝরেছিল
রহমাতেরী বৃষ্টি।
তোমার মুখের ভাষা হয় যেন
মধুর চেয়েও মিষ্টি।
তোমাকে নিয়ে আমাদের
কতই না আশা।
বড় হয়ে সবাইকে তুমি
দিবে ভালোবাসা।
সবাইকে তুমি ভালোবেশে
ভরে দিবে মন,
তোমাকে সবাই ভাসবে ভালো
সারাটা জিবন।
তোমার ব্যবহারে ফুটে যেন
সৌরভী ফুল,
তাইতো তোমার নাম রেখেছি
দুরন্ত সাইফুল।
শাহরাস্তি: তারিখ:-১১/১০/১৯৯৯ ইং

———–কখনো আমায় করো না একা————–

—-এম.এ.মান্নান,মান্না
তোমাকে ছাড়া বাচঁবো না
ওগো মোর প্রিয়া,
কখনো আমায় করবে না একা
হাত দরে তুমি বল না।
তোমার প্রেমের ছোঁয়া পেলে
হাজার বছর বাঁছতে পারি।
তোমার চবি বুকে নিয়ে
হাজার বছর থাকতে পারি।
তুমি বীনা এ জিবন
শুধুই বৃথা যাবে।
সত্য করে বল না প্রিয়া
তুমি শুধু আমারী হবে।
তুমি মোরে ভাসলে বালো
পাপিঁয়া গাইবে গান।
সারাটা জিবন তুমি রবে
হয়ে আমারী প্রান।
শাহরাস্তি:-১৪/১০/১৯৯৯ ইং

————অভিমানী প্রিয়া————-

—-এম.এ.মান্নান,মান্না
ঘুমাতেই গেলেই তোমায়
মনে পড়ে হে প্রিয়তমা।
অশ্রুমাখা নয়ন নিয়ে তাকিয়ে আছো
অভিমান ভরা মন,কথা বল না।
জানি না কেনো তুমি কথা বলনী
অভিমান করে,
ভাবতে গেলেই দুনয়নে মোর
শুধু অশ্রু ঝরে।
ভাবিনী তোমায় দেখবো এমন করে
থাকবে তুমি অভিমান করে।
কি দোষ করেছি আমি পাই না ভেবে
শুধুই দু নয়নে অশ্রু ঝরে।
এ ভাবে যদি ব্যাথা দিবে তুমি
কেন তুমি কাছে ডেকে নিলে।
হাসি মুখে এ হৃদয়ে
কেন ব্যাথা দিলে।
আমার দু নয়নে অশ্রু ঝরায়ে
থাকো তুমি সুখে।
আমি শুধু রইবো বেচেঁ
তোমার স্মৃতি নিয়ে বুকে।
নেয়ামত পুর:-০২/১২/১৯৯৯ ইং


————–আহবান——————

—-এম.এ.মান্নান,মান্না
এসো হে নবীন
আল কুরআনের পথে।
গাও সবে ঐ কুরআনের গান
সুনির্মল ঐ প্রভাতে।
শোন রে আজান ঐ প্রভাতে
জেগে উঠো বার বার।
খোদার হুকুম করতে কায়েম
আল্লাহু আকবার।
হৃদয় আমার হয়রে শান্তি
শুনলে ঐ আজান।
ঐ সুরে আমি খুজে পাইযেন
পরম আপন জন।
শাহরাস্তি:-২৩/০৯/১৯৯৯ ইং

————-দয়ার সাগর————————

—-এম.এ.মান্নান,মান্না
মোর নবীজি করুনার আধাঁর
করেছেন কত কষ্ট।
তার উচিলায় সত্য পেয়েছি
না হয় হতাম পথ ভ্রষ্ট।
মোর নবীজি দয়ার সাগর
দয়া আছে সব খানে।
এতিমদের টেনে নিতেন বুকে
হাসি ফুটাতেন মুখে।
মোর নবীজি বিশ্ব নেতা
সব মা]নুষের তরে।
আমরা সবাই চলবো মোরা
তাহারী পথ ধরে।
শাহরাস্তি:-২৪/০৯/১৯৯৯ইং

———-ভুলে গিয়ে—————

—-এম.এ.মান্নান,মান্না
ভুলে গিয়ে তুমি সুখি হবে
মনে রাখবে না আর মোরে।
স্মৃুতির পাতা হতে মুছে যাবো
অবহেলায় রবো দুরে।
এ বুকে মোর আশা ছিলো
বাধঁবো সুখের বাসা।
সাইঁমুম ঝড়ে উড়ে গেছে
আমার সকল আশা।
আমাকে ভালোবেশে ভুলে গেছো
ব্যাথা পেয়েছি মনে।
আমায়া ভুলে গিয়ে নতুন করে
বাসর গড়ো কার সনে।
বিধাতার কাছে দোয়া করি বার বার
আমাকে ভুলে গিয়ে।
যার সাথে তোমার হয়েছে প্রনয়
সুখে থাকো তুমি তাকে নিয়ে।
বেততোলা:-১৩/০২/১৯৯৯ ইং

————–ভাবীনি এমন করে—————-

—-এম.এ.মান্নান,মান্না
ভাবিনী এমন ভাবে হঠ্যাৎ করে
হৃদয় ছিড়ে চলে যাবে।
ভাবিনী আমি হৃদয় আমার
ব্যাথার নীলে চেয়ে যাবে।
হৃদয় আমার ঘিরে গেছে
ব্যাথারী নীলে।
ভাবীনি আমি এমন কোনদিন
ভাসবো নয়নের জলে।
আমিতো ভাবিনী হঠ্যাৎ এভাবে
বাজবে হৃদয়ে দু:খেরী বীনা।
এ জিবন রাখতে নিজ হতে আজ
লাগে প্রচন্ড ধিক্ষার ঘৃনা।
আমি যেন আজ নেই আমি
হারিয়ে গেছি নীলে।
ব্যাথার নীলে চেয়ে যাবে আকাশ
ভাবীনি আমি এমন ভাবে।
বেততোলা:-১৩/০২/১৯৯৯ ইং

—–একটু আশা—–

—-এম.এ.মান্নান,মান্না
অনেক আশা নিয়ে দাঁড়িয়েছি আমি
ভালোবাসার অধিকার নিয়ে।
বুকের মাঝে আঘাত করেছো
বিষাক্ত তীর দিয়ে।
একাই ছিলাম ভালোই ছিলাম
কেন তুমি ভালোবাসা দিলে।
আজ কেন তুমি অবহেলা করে
দুরে ফেলে দিলে।
তুমি যদি মোরে ভুলে যাও
ভুলবে না মোর স্মৃতির পাতা।
হাজার স্মৃতি ব্যাথা হয়ে থাকবে
আমার হৃদয়ে গাঁথা।
ভালোবাসা কি সবার জন্য
নিয়ে আসে সর্বনাশা।
তোমাকে নিয়ে বাঁধবো ঘর
ছিলো আমার এই টুকু আশা।
বেততোলা:-১২/০২/২০০০ ইং

—————–খোকার প্রশ্ন——————-

—-এম.এ.মান্নান,মান্না
মাগো আমায় দাও বলে দাও
আজকে একটি কথা।
গাছে গাছে কেন গো মা
গজায় সবুজ পাতা।
আকাশেতে তাকিয়ে দেখ
কত বড় চাঁদ।
ইহারে মা এত আলো
কে করেছে দান।
সকাল বেলা তাকিয়ে দেখ
পুর্ব আকাশ পানে।
ইহারে মা কে সাজালো
নানান রং বিরঙ্গেঁ।
সুর্যেরী মা এত আলো
কোথায় হতে এলো।
সন্ধ্যা বেলা এত আলো
কোথায় লুকালো।
গাছ গাছালির ডালে ডালে
পাখিরা কি বলে।
কার ইশারায় এত কিছু
বীনা কলে চলে।
আকাশ হতে কেন যে মা
হয় এত বৃষ্টি।
মা বলেছে এগুলো সব
আল্লাহ তায়ালার সৃষ্টি।
বেততোলা:-২৮/১২/১৯৯৯ ইং

————হে রাসুল—————-

—-এম.এ.মান্নান,মান্না
হে রাসুল
তুমি না এলে ধরাতে যেন
ঘুচতো না কখনো অন্ধকার
ভাঙ্গতো কখনো মানুষের ভুল
হে রাসুল ।
এসেছিলে তুমি রহমত নিয়ে
সৃষ্টি জগতের তরে।
সারাটা জিবন কেটে দিলে
ইসলামের দাওয়াত দিয়ে
ইসলামের ছায়াতলে এসে
মানুষের ভেঙ্গে গেছে ভুল
হে রাসুল ।
তোমারী মুখের বানী
এতযে মধুর জিবন গড়ার তরে।
বিপদের সময় নিও তুমি
আমায় উদ্ধার করে।
হাজার হাজার কাফেল মুশরিক
তোমাকে দেখেও ভাঙ্গেনী তাদের ভুল
তোমাকে দেখার জন্য আমার
হৃদয় হয়েছে ব্যকুল
হে রাসুল ।

————আমি কবি————-

—-এম.এ.মান্নান,মান্না
আমি কোন কারো কবি নই
হয়েছি রাসুলের কবি।
সারাদিন আমি কবিতা লিখি
হৃদয়ের মাঝে রাসুলের ছবি আকিঁ।
আমি কোন গবেষক নই
হয়েছি রাসুলের প্রেমিক।
সারাদিন আমি লিখে যাই
তাহার নামের সংগীত।
গল্প কবিতা যাহাই লিখি
সবই আমার হবি।
রাসুলের গুনগান লিখতে লিখতে
হতে চাই রাসুলের কবি।
ঢাকা:১৪/০৮/১৯৯৭ ইং

—————–তুমি নেই—————–

—-এম.এ.মান্নান,মান্না
তুমি নেই যেন সব মরুভুমি
কোমল হৃদয়ে হাহাকার
অসহনীয় সংকেতের প্রতিধ্বনী।
তুমি নেই যেন পৃথিবীটা অন্ধকার
হৃদয়টা বিষম যন্ত্রনায় দগ্ধ
বিশাল সমুদ্র বেদনা সম।
তুমি নেই যেন হারিয়ে গেছো
আমাকে তপ্ত বালুকায় রেখে
যেন ক্ষয়ে ক্ষয়ে নি:শেষ হয়ে যাই।
তুমি নেই অথছ জড়িয়ে আছো
আমার প্রতিটি অনুতে
চড়িয়ে আছো প্রতিটি নি:স্বাসে।
তুমি নেই অথছ আছো
আমার পুলকিত হৃদয়ে
দেখি তোমায় দুনয়নের দৃষ্টিতে।
তুমি নেই অথছ আছো
আমার কোমল হৃদয়ে
তুমি আছো তুমি থাকবে
আমার এই পুলকিত হৃদয়ে।
ঢাকা-১০/১০/২০০০ইং

——————-তুমি শুধু আমার——————–

—-এম.এ.মান্নান,মান্না
আমার এমন উড়ে যেতে চায়
শুধুই তোমার কাছে।
সারাক্ষন শুধু ইচ্ছে জাগে
তোমায় কাছে পেতে।
আমার দুনয়ন দেখতে চায়
তোমারী মুখচ্ছবি।
তোমাকে আমি উজাড় করে দিবো
আমার যা আছে সবি।
তোমাকে দেখেই সার্থক হোক
আমার দুনয়ন।
তোমাকে ভালোবাসবো আমি
সারাটা জিবন।
মানরা:-২৮/১০/২০০০ইং

——————চলে যাবে——————

—-এম.এ.মান্নান,মান্না
তুমি চলে যাবে দুরে বহু দুরে
হৃদয়টা আজ আমার
কাঁেপ ভীরু কাঁপে।
এবুকে আজ আমার লাগে বড্ড ভয়
তুমি ছাড়া আজ আমার
এজিবন কিছুই নয়।
তুমি কি দুরে গিয়ে ভুলে যাবে
একথা ভাবতে আজ আমার
বড় কষ্ট হয়।
মনে হয় এজিবন তুমি ছাড়া
আর কিছু নয়।
তুমি দুরে চলে যাবে একথা ভাবতেই
আমার বড় কষ্ট হয়।
কখনো তা ভাবনী আমি
তুমি দুরে চলে যাবে
আমায় একলা ফেলে।
একথা ভাবতেই আমার দুচোখে
অশ্রু ঝরে।
মানরা:-৩০/১০/২০০০ইং

————–তুমি এসেছো—————

—-এম.এ.মান্নান,মান্না
তুমি এসেছো শুনে এহৃদয়
আনন্দের দোলা বয়ে গেলো।
কখনযে তোমার দেখে পাবো
এহৃদয় তৃষ্ণার্থ হযে এলো।
আমার এ দুনয়ন অনেক দিন
তোমায় মন ভরে দেখেনি।
তোমার মুখের চবি আমার এহৃদয়
অনেক দিন ধরে আকিঁনি।
আমার এ কান কতদিন তোমার
মধুর কন্ঠে কথা শুনেনী।
কত দিন তোমার মধুর নামটি
তোমাকে শুনায়ে ডাকতে পারিনী।
কত দিন আমার এ দুহাত
তোমার হাতের পরশ পায়নী।
কত দিন আমার এ হৃদয়
তোমার ভালোবাসা পায়নী।
সাতঘরিয়া;-১২/০২/২০০১ ইং

—————-ভালোবাসি তোমায়—————–

—-এম.এ.মান্নান,মান্না

তোমাকে ভালোবাসি এত কষ্ট পাবো
তা কখনো আগে বুঝিনী।
মনের গহীনে এক ব্যাথা পাবো
কখনো তা আগে জানিনী।
নিরবে নির্ঝরে দু নয়নে অশ্রু ঝরে
বুকের মাঝে প্রচন্ড ব্যাথা লাগে।
ভালোবাসা এত কষ্ট তা আগে জানিনী।
মৃত্যু সম ব্যাথা যেন এবুকে জমা
তোমার কথাই যেন বার বার এবুকে জাগে।
তুমি পারো আমাকে মারতে
পারো তুমি আমাকে বাচাঁতে।
না হয় তুমি তাহাই করো
যা ভালো লাগে তুমি তা করতে।
আমিতো ভালোবাসি শুধু তোমায়
ভালোবাসবো এবুকে থাকতে প্রান।
তোমার কথাই বলে যাবো শুধু
ভালোবাসি তোমায় ভালোবসি ও মোর প্রান।
তারিখ:১৬/০৭/১৯ ইং

————–আল্লাহর পথে—————–

—-এম.এ.মান্নান,মান্না

চল সবাই অজু করে
নামাজ পড়তে যাই।
নামাজ পড়ে কুরআর পড়বো
আল্লাহর হুকুম মেনে চলবো।
নামায রোজা আল্লাহর হুকুম
সদা মেনে চলবো।
আল্লাহর পথে চলতে গিয়ে
সকল বাঁধা মাড়িয়ে গিয়ে
কুরআনের তাকব্বির ধব্বনী
উচু করে তুলবো।
তারিখ:০৪/০৭/১৯ ইং

—————-বৃষ্টি পড়ে————-

—-এম.এ.মান্নান,মান্না

বৃষ্টি পড়ে বৃষ্টি পড়ে
চোট্র খুকুর গায়।
ঝমুর ঝমুর নপুর বাজে
চোট্র খুকুর পায়।
বৃষ্টির পড়ে বৃষ্টির পড়ে
নাচে খুকু তালে তালে।
বৃষ্টির ফোটা ঝড়ে পড়ে
খুকুর পায়ে নপুর তালে।
বৃষ্টির পড়ে বৃষ্টি দেখে
যায় পানিতে খুকু নেমে।
বৃষ্টির তালে পা পিছলে
যায় যে খুকু দড়াম করে পড়ে।
তারিখ:১৬/০৭/১৯ ইং

—————–মা—————–

—-এম.এ.মান্নান,মান্না

মা মা মা
কত মিষ্টি আর কত সুন্দর একটি নাম
মা
মা
আমার সারা শরীর জড়িয়ে আছে
তারই ছোঁয়া
তারই স্পর্শ
তারই মমতা
তারই ভালোবাসা।
আমার জিবন জুড়ে আছে শুধু একটি নাম
মা
মা
মা
আমার শত বেদনার কালে
শান্তনার বানী মায়ের আচঁল।
স্থেহময়ী মায়েল দুটি হাত
আদর করে মাথায় ভুলিয়ে দেওয়া
মা মা
আমার কেবলী শান্তনা
শুধুই মা, মা।
কান্নাঁর নোনাজলে দুগাল বেয়ে যখনী পড়ে
দুহাত বাড়িয়ে কোলে টেনে নিয়ে বুকে
অশ্রু ভেজা গালে দুটো চুমো েিদয়ে
শান্তনা দেয় যে
সে যে আমার মা।
মা আজ কতদিন তোমায় দেখি না
হৃদয়টা আমার ভেঙ্গে ভেঙ্গে খান খান
হয়ে যায় শুধু তোমার জন্য মা।
কত শত স্মৃতি রয়েছে জড়ায়ে
আমার শুন্য ঘরে,
তোমারী হাতের ছোঁয়া দেখি মাগো
শুধুই বারে বারে।
মা মা তুমি কোথায় আছো মা
নিরব নিশিতে রাতে যখন তোমায় মনে পড়ে
তাকিয়ে থাকি ঐ দুর আকাশে,
মিট মিট করে দুটো তারা জ¦লে
ভাবি শুধু আছো ঐ তারার সাথে।
মা মা কোথায় আছো তুমি
মিছে মিছে ঐ তারার পানে তাকিয়ে থাকি
রাত কেটে যায় কোথাও খুজে পাই না তোমায়।
তারিখ:১/১০/১৯ ইং

————–অসুস্থ সমাজ—————

—-এম.এ.মান্নান,মান্না

আজ আমি হতবাক,নির্বাক নিস্তব্দ
কি হয়ে গেলো আমাদের শিক্ষাঙ্গন।
চারিদিকে লাশ আর লাশ যেন মর্গ
কলেজ বিশ্ববিদ্যালয় হয়ে গেছে যেন আজ রনাঙ্গন।
প্রতিদিনই খবর আসে পত্রিকার পাতায়
স্কুল কলেজ হয়তোবা বিশ্ববিদ্যালয়ে।
প্রকাশ্য অশ্্রু উচিয়ে অথবা পিটিয়ে
খুন করেছে কোন মায়ের ছেলে।
শিক্ষাঙ্গনে এস শিক্ষা না করে
হয়েছে হিংস্্র জানোয়ার।
প্রকাশ্য তারা খুন করেও
পেয়ে যাচ্ছে পারা পার।
শিক্ষাঙ্গনে নেই এখন আর শিক্ষার পরিবেশ
প্রকাশ্য খুন ধর্ষন করেও তারা করে উল্লাশ।
বিচারের বানী নিরবে কাদেঁ ক্ষমতাশীনদের হাতে
এদের জন্য হচ্ছে ধ্বংশ আগামী প্রজম্ম নির্বিশেষে।
শিক্ষার পরিবেশ ধ্বংশ করে কি লাভ তোদের বল
সুস্থ সমাজ আর সুস্থ শিক্ষা পেতে হলে আজ জাদুঘরে চল।
তারিখ:-০৯/১০/২০১৯ ইং

—————–এ কেমন পিতা তুমি——————

—-এম.এ.মান্নান,মান্না

এ কেমন পিতা তুমি নিজের ছেলেকে
নিজের হাতে করেছো নিসংশয় ভাবে খুন।
অপরকে ফাঁসাতে মামলার জালে,নির্দ্দয় ভাবে
ধিক্ষার জানাই তোমাকে
ইতিহাস করেছো কলংকময় তুমি
একেমন পিতা তুমি নিজের ছেলেকে করেছো খুন।
তোমার হাত কি একটুও কাপেঁনি
তোমার বুক কি একটুও কাপেঁনি
তোমার চোখ কি একটুও অশ্রু ময় হয়নী,
একবারও কি সে তোমায় বাবা বলে ডাকেনী
বল একবারও কি তুমি তাকে আদর করোনী
বল এ কেমন বাবা তুমি।
সারা বিশ্ব তাকিয়ে রয় নিস্পাপ এ শিশুর দিকে
খুন করে জুলিয়ে রেখেছো গাছের ডালে
নাক কান লিঙ্গ কেটে নিয়েছো নিজ হাতে।
ধারালো ছুরি পেটে ঢুকিয়ে
জানিয়ে দিলে তুমি কি ভাবে মেরেছো তাকে
এ কেমন পিতা তুমি
তোমার কি নেই কোন স্নেহ মমতা
না কি হয়ে গেছে সব জানেয়ারের কলিজা।
তোমার এই নিসংশয়তা দেখে কেদেঁছিলো সারা বিশ্ব
সবার মনে একটাই জিজ্ঞাসা
কি দোষ করেছিল নিস্পাপ শিশু।
তুহিনের মা কি এখনো বেচেঁ আছে
পুত্র শোক বুকে নিয়ে
নাকি পাগল হয়ে সে নিরুদ্দেশ।
তারই নাড়ি ছেড়া ধন আপন পিতার হাতে খুন
এটা কি মানা যায়
মন কে বুঝানো যায়।
এ কেমন পিতা তুমি নিজের ছেলেকে নিজের হাতে
করেছো তুমি খুন
ধিক্ষার জানায় তোমায় সারা বিশ্ব
তুমি বাপ নামের কলংক।
তারিখ:-১৫/১০/২০১৯ ইং
( সিলেট সুনামগঞ্জে বাবার হাতে ছেলে খুন তাকে স্বরন করে লেখা)

—————-তবুও মনে পড়ে তোমায়—————-

—-এম.এ.মান্নান,মান্না

আজ অনেক দিন হয়ে গেলো
তোমাকে দেখিনা।
তুমি কেমন আছো তা জানি না
মনের অজান্তে তোমার কথা মনে পড়ে
বার বার আমার হৃদয় নাড়া দেয়
তোমার হাসি ভরা মুখ খানি।
হয়তো বা
আজ আমার কথা তোমার মনে নেই
কখনো তোমার মনেও পড়ে না
না হবারই কথা,
কারন
তুমি এখন খুউব সুখে আছো
তোমার সংসার নিয়ে
ছেলে মেয়ে স্বামী শশুর শাশুড়ী নিয়ে।
ভালো থাকো কামনাও তাই
জানো,স্মৃতি মনে করা কতই না কষ্ট
কতই না বেদনার
শুধু হাহাকার বুকে দীর্ঘশ্বাস।
জানো
কখনো ভাবিনী ভালোবাসা
এত কষ্ট,
হৃদয়টা পুড়ে পুড়ে অঙ্গার হয়ে যায়
জিবনটা ক্ষয়ে ক্ষয়ে নি:শেষ
তবুও ভালোবাসা বেছেঁ থাকে
যুগ যুগান্তরে।
তারিখ:-১৯/১০/২০১৯ ইং

————তুমি কি এখনো আমায় ভালোবাসো———–

—-এম.এ.মান্নান,মান্না

তুমি কি এখনো আমাকে নিয়া ভাবো
আমাকে মনে করে নিরবে নিরবে কাঁেদা।
না কি আমাকে একে বারেই ভুলে গেছো
হৃদয়ের আয়না থেকে মুছে ফেলে দিয়েছো।
জানি মানুষ সুখের খোজ পেলে
অতিতের কথা আর মনে থাকে না,
ফিরেও চায় না আর পিছন ফিরে
যদিও কেউ পিছে ডাকে।
মনে পড়ে তোমার চাঁদের আলোতে
দুজন পাশা পাশি বসে
আমার দুটো হাত ধরে,তুমি বলেছিলে
হাজারও ঝড় এলেও এহাত ছেড়ে যাবে না,
সেই তুমি আজ কোথায়,
সুখের সন্ধান পেলে
ভুলে গেলে আজ এই আমাকে।
হ্যা আমিও চেয়েছি তোমাকে ভুলে যেতে
কিন্তু পারিনী সব স¥ৃতি তাড়িয়ে বেড়ায় আমাকে।
আমি এখনো গভীর রাতে জোসনার আলোতে
তোমায় খুজে বেড়াই।
নিরবে চোখের জল ফেলে,তারা সাথে কথা বলি
জানি তখন হয়তো তুমি গভীর ঘুমে বিভোর
নেই কোন কোলাহল,শুধু জোনাকী ফোকার ঝি ঝি শব্দ।
সেই কবে যে রাত ঘুমিয়েছি
সে কথা আজ আর মনে নেই।
চোখের কোনে কালো দাগ পড়ে গেছে
দেখে হয়তো চিনবে না আমায়।
আজ আমায় মানুষ কত্ত কথা বলে
পাগল ছাগল আরো কত্ত কি?
এ সব আজ শুনতে শুনতে গা সহে গেছে
সব তোমার জন্য তোমাকে ভালোবেশে।
তারিখ:-২২/১০/২০১৯ ইং

————-ক্ষমা—————

—-এম.এ.মান্নান,মান্না

মিনার হতে আসছে
ভেসে আজানেরী সুর
নামাজ পড়তে চলো সবাই
সকল কর্ম ফেলে দুর।
আল্লাহর বিধান নামাজ পড়ো
রাখো আরো রোজা
মনের সকল কালিমা দুর হবে
মাফ করবেন প্রভু সাজা।
দুহাত তুলে ক্ষমা চাইবো
প্রভুর কাছে আজ
সকল গুনা ক্ষমা করো
ওগো রাজাধিরাজ।
করছি গুনা বেশুমার
নেই যে কোন হিসাব
তোমার কাছে চাই যে ক্ষমা
করো মোদের মাফ।
তারিখ:-২৪/১০/২০১৯ ইং

————–আমিতো চেয়েছিলাম——————–

—-এম.এ.মান্নান,মান্না

আমি চেয়েছিলাম তোমাকে নিয়ে
হাজার সাগর পাড়ি দেব,
শুধুই তোমার ভালোবাসা পেলে
দুর-দুরান্তে হারিয়ে যাবো তোমাকে নিয়ে।
আমি চেয়েছিলাম তোমাকে নিয়ে
নীল আকাশে উড়ে বেড়াবো,
তোমার দুটো হাত ধরে
শুধু তোমার ভালোবাসা পেলে।
আকাশের চাঁদ এনে দিবো তোমার হাতে
শুধু তোমার মুখের মিষ্ট হাসি পেলে,
শিশির ভেজা ভোরে বাগানে ফুল ফুটিবে
শুধু তোমার মুখের একটি কথা শুনলে।
আমি চেয়েছিলাম তোমাকে নিয়ে
হাজার ও স্বপ্ন বুনবো,
কেটে দিবো সারাটা জিবন
শুধু তোমার মুখে মাথা রেখে।
তারিখ:-১৪/১১/২০১৯ ইং

—————আমি রাজাকার হবো—————

—-এম.এ.মান্নান,মান্না

কুরআনের কথা বলতে গেলে যদি
রাজাকার গালি শুনতে হয়
তাহলেও আমি রাজাকার হবো।
কুরআনের কথা বলতে গিয়ে
কুরআনের পথে চলতে গিয়ে
যদি জেল জুলুম সইতে হয়
এবং রাজাকার গালি শুনতে হয়
তাহলেও আমি রাজাকার হবো।
সত্যের পথে চলতে গিয়ে
সত্য কথা বলতে গিয়ে
বুকের তাজা রক্ত যদি ঝরাতে হয়
তার পরও যদি রাজাকার গালি শুনতে হয়
তাহলেও আমি রাজাকার হবো।
আজান শুনে মসজিদে গেলে
জুব্বা পড়ে নামাজ পড়লে
পরের উপকার করতে গেলে
সকলের সাথে ভালো ব্যবহার করতে গেলে
তবুও যদি রাজাকার গালি শুনতে হয়
তবুও আমি রাজাকার হবো।
তারিখ:-১২.১২.২০১৯ ইং

————–কতদিন পর—————-

—-এম.এ.মান্নান,মান্না

কতদিন পর আজ তোমার
কন্ঠ শুনতে পেলাম,
যেন না চাওয়াতেই বৃষ্টি
মনটা আজ ভরে গেলো আজ আমার।
তোমাকে পাইনিতো ডশ হয়েছে
ভালোবাসাতো শেষ হয়নি।
ভাবতেও পারিনী কখনো তোমাকে এভাবে পাবো
তোমার মধুর কন্ঠ কানে বেজে এলো।
আজ আমার মনটা খুউব ভালো
হৃদয় উতল করা এলোমেলে,
তোমার কথা শুনে তোমাকে ভালোবেশ
জিবনটা হয়ে গেলো এলোমেলো।
কিছুই হারাইনি আমি
পেয়েছি এক বিশালতা,
তোমাকে কি করে বুঝাবো
কিজে ভালো লাগে,মনটা আনন্দে নেচে উঠে
ভালোবাসায় কিজে স্বাধ
বুঝলাম তোমাকে ভালোবেশে।
তারিখ:-২৯/১২/২০১৯ ইং

————–বাবা————–

—-এম.এ.মান্নান,মান্না

বাবা
আজ তোমাকে খুউব মনে পড়ে
হৃদয়টা আজ হঠাৎ জানি কেমন জানি করছে,
দুচোখে আজ জলে ভরে গেছে
মনটা শুধু করে হাহাকার।
বাবা
আজ কত দিন হলো তুমি নেই
আজ যেন আমি বড় একা বড় একা,
নেই পাশে নেই কেউ আজ আর
শুধু আমি আর আমি
নিজেকে চিনতে আজ বড় কষ্ট হয়।
আজ বুঝতে বাবা
জিবন চলার পরিধি কত টুকু,
চলতে চলতে আজ আমি ক্লান্ত
বড়ই ক্লান্ত
নিজেকে কেন জানি একা মনে হয়।
আজো মনে পড়ে বাবা
তোমার হাসি মাখা মুখ খানি,
শত ক্লান্তি থেকেও তুমি মুখ ভরে হাসতে।
বাবা
মনের কষ্ট গুলো তুমি কখনো বুঝতে দিতেনা
শুধু আমাদের মুখে হাসি ফুটাতে।
খুউব মনে পড়ে বাবা আজ তোমাকে
পারিনা ভুলতে তোমার হাসিভরা মুখ খানি।
তারিখ:-০১.১১.২০১৯ ইং

—————মুনাজাত—————-

—-এম.এ.মান্নান,মান্না

হে প্রভু দয়াময়
কবুল কর মোর মুনাজাত।
হাত তুলেছি তোমার কাছে
দাও মোদের রহমত।
বুকে আমার সাহস দিও
তোমার পথে চলিবার।
হাজারোও বিপদ দিলেও তুমি
শক্তি দিও সহিবার।
বুকে মোদের সাহস দিও
সত্য কথা বলিবার।
আমার তুমি কবুল করো
সদা সঠিক পথে চলিবার।
তারিখ:-০১.১১.২০১৯ ইং

———–আমাদের গ্রাম———

—-এম.এ.মান্নান,মান্না

আমাদের গ্রাম খানি
কত্ত ভালোবাসি,
চারি দিকে ফুল ফল
ভরা রাশি রাশি।
মায়ের হাতের ভাপাঁ পিঠা
খেতে ভালোবাসি।
মাকে দেখেই তাইতো মোরা
সবাই ছুটে আসি।
তার সাথে আছে আরো
খেজুর গাছের রস,
তাহা আবার না খাইলে
হবে সর্বনাশ।
তারিখ:-০৩.১১.২০১৯ ইং

—————ক্ষমা—————

—-এম.এ.মান্নান,মান্না
গভীর রজনী চারদিক নিরব নিস্তব্ধ
শুধু জেগে আছি আমি একা।
মনটা আমার পাপে ভরা
ক্ষমা চাই তোমার কাছে প্রভু।
তুমি ছাড়া নেই কোন মাবুদ
চাইবো কার কাছে ক্ষমা।
তাইতো গভীর রজনীতে হাত তুলেছি
তোমার কাছে হে প্রিয়তমা।
তুমি পারো করিতে ক্ষমা
আমার হাজারও পাপ।
তাইতো তোমার কাছে হাত তুলেছি
করে দিও আমায় মাফ।
তারিখ:-০৪.১১.২০১৯ ইং
————–শীত———-

—-এম.এ.মান্নান,মান্না
প্রচন্ড এই শীতে খালী গায়ে
শুয়ে আছে অলিতে গলিতে
কত অসহায় মানুষ জন,
তাদের দুঃখ কি দেখোনা তুমি
হে প্রভু নিরাঞ্জন।
কত মানুষ থাকে ওরা অট্রালিকার পরে
হাজার টাকার দামী পোষাক পড়ে।
তবুও তাদের মানায় না শীত
আর অসহায় মানুষগুলো
দেখেনা কভু তারা
তাদের আছে শুধু প্রভু আপনজন।
এই শীতে পারছ কি তোরা ওরে
অপ্রয়োজনীয় গরম কাপড় গুলো
বিলিয়ে দিয়ে তাদের মুখে হাসি ফুটাতে।
অশেষ রহমত পাবি তোরা
দোয়া করবে তারা প্রভুর কাছে
দুহাত তুলে নিরবে ওরা।
তারিখ:-২৫.১২.২০১৯ ইং

——————–প্রথম দেখায় ভালোবাসা——————

—-এম.এ.মান্নান,মান্না

তোমার মিষ্টি হাসি এত সুন্দর কেন
এপ্রানটা যেন হারিয়ে যায়।
নিমিষে এ মনটা ব্যাকুল হয়ে
তোমায় মুখটা হৃদয়ে আকঁতে চায়।
তুমি হাসিলে যেন মেঘাচ্ছন্ন আকাশে
বিদ্যুৎ চমকায়।
তোমাকে দুনয়নে দেখলে
প্রানহীন এদেহে প্রান ফিরে পায়।
জানি না, তাকে কি বলে
প্রেম নাকি ভালোবাসা।
তুমি কাছে আসলে আমি আড়ষ্ট হয়ে যাই
হারিয়ে ফেলি আমি মুখের ভাষা।
একেঁই কি বলে ভালোবাসা নাকি ভালোলাগা
নাকি চিন্তা চেতনা সব হারিয়ে
দুজন মুখোমুখি বসে চোখে চোখে কথা বলা
মনে হয় একে বলে প্রথম দেখায় ভালোবাসা।

তাং-২০.০৪.১৮ ইং

————–শীলা——————

—-এম.এ.মান্নান,মান্না

আমি কবি তুমি মোর কবতিা
তুমি আমার গল্পওে গানে
তুমি মোর প্রমেরেী মনকিা।
ঋতু না এলে কখনো ফুল
বনে ফুটনো।
তুমি না এলে জবিনে আমার
কবতিা কখনো লখিা হতো না।
বলছেলিে তুমি আমি কবি
নজিকেে আমি পারনিা বুঝতিে
আমি শুধু তোমাকইে ভাব।ি
তুমি এলে কবতিা হয়ে আমারী এ জবিনে
হাজারো গল্পে তুমি
আছো তুমি হৃদয়ে জুড়।ে
আমি কবি তুমি মোর কবতিা
তুমি আমার প্রথম প্রমে প্রথম ভালোবাসা
তুমি আছো হৃদয়ে ওগো মোর শীলা।

————–তুমি নেই—————

—-এম.এ.মান্নান,মান্না

তুমি নেই এভুবন যেন লাগে একা
হৃদয়টা শূন্য মনে হয়,
পাইনা তোমার দেখা।
তুমি নেই যেন হৃদয়টা ধুধু মরু ভুমি
নিরব নিস্তব্দ নিবাসে শুধুই আমি একা।
তুমি নেই যেন জিবনটা,অসহ্য যন্ত্রনাময়
বুক চিরে বেদনার দীর্ঘশ্বাস।
তুমি নেই জিবনটা মোর
হারিয়ে গেছে তিমিরে,
কখনোও কি আর ফিরে আসবেনা নিড়ে।
তুমি নেই যেন পাখিরা ডাকেনা
ফুটেনা বাগানে কোন ফুল,
যে হৃদয় ভেঙ্গে গেছে মোর
ফিরে পাবেনা কুল।
তুমি নেই যেন আকাশে আলো নেই
চেয়ে গেছে বেদনার নীলে
অন্ধকারে চেয়ে গেছে দরিত্রী।
তুমি নেই কোথাও, খুজি তোমায়
অরন্যেও সীমাহীন নিলিমায়,
তুমি নেই কেবলী পৃথিবীটা একা মনে হয়।

———–মা—————-

—-এম.এ.মান্নান,মান্না

আজ বার বার শুধু তোমাকে মনে পড়ে
কেনো যে মা জানি না।
নিরবে কেনযে দুচোখের অশ্রু ঝরে
বুঝিতে পারি না।
তোমার স্মৃতি গুলো মা আমাকে কাঁদায়
নিরবে শুধুু উদাস হয়ে থাকি।
কেন যে মা তুমি অভিমান করে চলে গেলে
আমায় কেন রেখে গেলে একা নিয়ে গেলে না।
মা, আমার মনে হয় তুমি আছো আমার সাথে
প্রতিটি নিশ্বাসে বিশ্বাসে ছাঁয়া হয়ে
তবুও তোমায় পাই না মা জিবনটা শুধু শুন্য মনে হয়।
চারিদিকে সবাই যেন আমার অচেনা লাগে
আমারতো নেই যেন কেউ পাশে।
তবুও অনুভব করি তুমি আছো সর্র্বক্ষন আমারী আশে পাশে
মা তুমি আমায় চেয়ে রেখো প্রতিক্ষনে প্রতি সময়ে।
প্রতিটি দুু:খ কষ্টে যেন পাই মা তোমারী
¯েœহের আচঁল আমারী জিবন সন্ধিক্ষনে।

৮/৮/২০১৭ ইং

—————ভালোবাসা দু:খ——————-

—-এম.এ.মান্নান,মান্না

ভালোবাসার কেন যে এখনও কাঁদায়
দুচোখে অঝোর ধারায় অশ্রু ঝরে।
মনে হয় এ জিবন কিছুই নয়
ভালোবাসা থেকে যদি দুরে রয়।
তোমাকে হারিয়ে কিধাতা যেন
অবিচার করেছে আমার প্রতি।
এখনো দুচোখের অশ্রুতে আমি
ভেসে চলি অবিরাম নিরোবদী।
তুমিতো ভুলে গিয়ে সুখেই আছো
সাজিয়ে তোমার সুখের নীড়ে।
আমিতো দুখের নদীতে ভেসে
পাইনা খুজে সুখের তীর।
তোমাকে হারাবার বেদনাই বেশী
সহিবার ক্ষমতা নেইযে মোর।

০৩.০৭.২০০৯ ইং

—————-ভালোবাসার দু:খ————————

—-এম.এ.মান্নান,মান্না

আকাশ নীল হলে কি হবে
বেদনার ছোঁয়া লাগবে না গায়ঁ।
যতদিন তুমি রবে আমারই পাশে
শত দু:খ বেদনা লুটিয়ে পড়বে এপায়।
আকাশে দেখি অনেক বৃষ্টি
দক্ষিনা আকাশে ঝড়।
তোমার ভালোবাসা পেলে হৃদয়
পাবে না কোনো ভয়।
তোমার দুহাত দরে পাড়ি দেবো
উত্তাল ঐ নীল সাগরে।
তোমাকে নিয়ে বাঁধবো বাসা
নীল সাগরের দ্বীপে।
থাকবে না যেখানে কোন বাঁধা কোন ঝড়
সেখানে শুধু আমরা দুজন।
ভালোবাসা দিয়ে বাধঁবো ঘর
সাঁজাবো দুজনে সুখের ভুবন।

তাং-২০/০৭/২০০৯ ইং

এম.এ.মান্নান.মান্না
সাহিত্যে সাংস্কৃতিক ও ক্রিয়া সম্পাদক
মনোহরগঞ্জ প্রেসক্লাব।
মনোহরগঞ্জ কুমিল্ল¬া।
০১৭১০-৬৯৯৬৭১

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories

© All rights reserved © 2022 mannanpresstv.com
Theme Customized BY WooHostBD