কবি –-মুহাম্মদ আবু তাহের এর কবিতা // কবিতা শিখতে চাই
আমি কবিতা শিখতে চাই
কবিরা তাদের কলমে দেশের কথা বলে
কবিরা তাদের কলমে দশের কথা বলে
কবিরা তাদের কবিতায় প্রেমের কথা বলে
আরো বলে বিরহের কথা, শান্তির কথা,শাম্যের কথা।
কবিরা দরদ দিয়ে অসহায়দের জীবনী তুলে ধরে
কবিরা মন উজাড় করে দরিদ্রদের পাশে দাড়ায়
কবিদের কথায়, ভাষায়, কলমে, অনেক ম্যাসেজ থাকে, দুঃখীদের ম্যাসেজ,পরিবারের সুখ দুঃখের ম্যাসেজ, সমাজের চলমান ঘটনাবলী নিয়ে ম্যাসেজ।
তাই তো আমি কবিতা শিখতে চাই।
হয়ত সব কবিদের মত কবি হওয়ার যোগ্যতা
আমার নেই
তবু মানুষ বা মানুষের জীবন ইতিহাস নিয়ে ছন্দে ছন্দে লিখে যেতে পারব এমন মেধা আছে
তাও যদি সম্ভব না হয় নিজের জীবন ইতিহাস তুলে ছন্দ কিংবা শব্দ গাঁথা তেমন কষ্ট হবে না বোধ করি
তাই তো আমি কবিতা শিখতে চাই।
কবিদের কথা শুনে বা লেখা পড়ে
অনেক সময় আপ্লুত হয়ে পড়ি
কবিদের সাহস ও ভরসায় নিজে একটু স্বস্তি খুঁজে পাই। পাই অগণিত দুশ্চিন্তার হাত থেকে রেহাই
তাই তো আমি কবিতা শিখতে চাই।।