সম্পর্ক র্নিবিচ্ছিন্নতা অনিবার্য স্থবিরতা ঝড় জেনেও,
নিয়নের আলো ঘরে তবু ম্রিয়মান ঝাঁপসার আঁধার,
পর্দা ভেদ করে প্রভাতে সূর্যালোকের দ্বৈরথে উদয় হবে,
প্রান্ত পরিভ্রমনের যামিনী পেড়িয়ে আকুল জিজ্ঞাসাতে,
অনুমতি নেই তবু যামিনী আর প্রভাতের কতো সখ্যতা!
শব্দ শৈলীর অতিক্রান্তের যোজন-বিজনে মাতামাতি,
অথচ আঁধারের অন্তরায় মুমূর্ষু ইচ্ছে শক্তিরা বিলপ্তি,
অনুভুতির অন্তরায় জাগ্রত শরিরী স্থবির নিরবে হারায়,
কতো বছর এভাবেই চিলেকোঠাতে ও বিনিদ্রায় কেটে যায় যামিনীর দিন গুলো স্বরূপে আসবে সে আশায়,
আদৌ কি আসবে অভিসারের যামিনী?
সকল বিষন্নতার অবহেলার বিষাদ গুলো উপেক্ষা করে?