কবি জেসমিন ইসলাম এর কবিতা – কাঁটা ভরা প্রহর
কারো বাগান জুড়ে ফোটে রঙিন শত শত ফুল
কেউ অকালে যাচ্ছে ঝরে!কূল নাহি খুঁজে পায়
কারো চোখে দুঃখের বৃষ্টি !
কারো মনে আনন্দের ঢেউ বয়ে চলে —-।
কষ্ট জীবনকে ভাসিয়ে দেয়
আর স্বপ্ন জীবনকে সাজিয়ে দেয় —–!
সত্যি জানি না, জানি না জীবন কী ?
সময়ের বিবর্তনে মানুষের জীবনেও নেমে আসে
তিমির অমানিশা —–‘।
বাঁচার জন্য চলছে লড়াই
মনটাকে প্রশ্ন করি ——!
মনেরে বুঝাতে না পারি ।
আমি সেই সন্তান হারা মায়ের কথা বলছি
যে রোজ বিষাদে হচ্ছে শেষ ! ভাসিয়ে নয়ন জলে
বৃদ্ধাশ্রমের আবদ্ধ বৃদ্ধার কথা বলছি–
যে সারা জীবন নিজে খেয়ে না খেয়ে
সন্তান পালন করলো !
আজ সে বৃদ্ধাশ্রমে রাতের তারা গুনে
সেই বোনটির কথা বলছি
যে ধর্ষিত কিংবা এসিডে ঝলসে গেছে মুখ।
আমি সেই বীরের কথা বলছি স্বাধীনতা যুদ্ধে জয়ী
সে আজ জুতা সেলাই করে বাঁচে —-!
সম্পর্কে আজ ধরেছে চিড়——
কে কারে কাছে টানে, কে কারে
ঠেলে দেয় দূরে এ জগত সংসারে
কে কার রাখে খোঁজ নিজ স্বার্থে সবাই ব্যস্ত ।