অতি যত্নে কষ্ট সহ্য করে
বাসা বাঁধলাম বরই গাছের ডালে,
সঙ্গীর সাথে কাটাবো রাত মন ভরে
গ্রীষ্ম গেল বর্ষা গেলা নষ্ট করলো শরতের জলে।
আশা ছিল বাচ্চা হবে দু’টো
বাতাস খাওয়ার জন্য একদিকে রাখলাম ফুটো,
বাচ্চা হলো থাকার ব্যবস্থা আঁটোসাটো
কেউ তোলার নেই আমাদের সুখের সংসারের ফটো।
কাঁটার মধ্যেও বাসা বাঁধলাম বরই গাছটিতে
পাঁকলে-ই বরই বাচ্চারা নিজে নিজেই আহার করে,
কটাদিন আমাদের হবে না আহার নিয়ে ভাবতে
দু’জনে দেখবো চারিদিক ঘুরে ফিরে।
আশায় শরৎ কালে মারল মুখে জুতো
বৃষ্টিতে সুখের জীবন করে দিলো তেতো,
এক দমকা হাওয়ায় হয়ে গেলো এলোমেলো
দিনের বেলায় দেখি অন্ধকার আর কালো।
সকলের সব স্বপ্ন হয় না বুঝি পূর্ণ
তাই তো আমাদের জীবন হলো শূন্য,
থাকার স্থান হারালো খুঁজে পাই না অন্ন
সুখের জীবন আজ শান্তি ছাড়া বিবর্ণ।