হতাশায় নির্ঘুম কেটে যায় রজনী
স্মরণে থেকে যায় প্রিয়জন সজনী
এই পাশ ঐ পাশ মাঝে মাঝে আসে কাশ
সময়টা কেটে যায় একদম বেফাঁস।
অপেক্ষায় অক্ষিপট ঝাপ্সা খেয়ালে
কত করি আঁকা আঁকি মন্থর দেয়ালে।
কবে যেন পিরবে সই অভাগার কুঠিরে
করবে আদর মন ভরিয়ে রঙিন এই অধরে
দেহে উঠিবে শিহরণ
জাগ্রত হবে হৃদয়ের কামনা।
ভুলিব সব মহীর অহেতুক ভাবনা।
হস্ত দুইখান করিবো আলিঙ্গন
নাছিতে নাছিতে উড়িয়ে ধুলা।
সুরের মৌচনায় মাতিয়ে তুলবো
তোমাদের এই আঙিনায়।